X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus Urges Audience at Illinois State University to work for ‘Three Zeros’

Yunus Urges Audience at Illinois State University to work for ‘Three Zeros’

Press Release (April 18, 2018)

 Nobel Laureate Professor Muhammad Yunus is delivering a talk on “A World of Three Zeros” on April 14 at the Illinois State University(ISU) in Illinois, United States.

Nobel Laureate Professor Muhammad Yunus addressed the students and faculty at Illinois State University (ISU) the first public university established in the state over150 years back. ISU hosted the lecture on Saturday evening. This was attended by 500 students, faculty, staff and community members. Extra seating capacity had to be arranged at the last moment due to huge response from the audience even during an inclement weather. Professor Yunus signed copies of his new book for the distinguished guests at the event. University President Larry Dietz hosted a dinner in honor of Professor Yunus at his residence. Other guests at the dinner included Provost Jan Murphy, Dean Greg Simpson of the College of Arts and Sciences and ISU.

Professor Yunus also met Bangladeshi students and faculty members and their families at the university separately to celebrate Pohela Boishak with them.

 

- End   -

 

প্রেস রিলিজ

ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে ভাষণকালে শ্রোতাদেরকে “তিন শূন্য”র জন্য কাজ করতে আহ্বান জানালেন প্রফেসর ইউনূস

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। গত ১৪ এপ্রিল ২০১৮ শনিবার ১৫০ বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টি তার ক্যাম্পাসে এই বক্তৃতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারী এবং কমিউনিটির সদস্যগণসহ প্রায় ৫০০ ব্যক্তি তাঁর ভাষণ শুনতে সমবেত হন। আবহাওয়ার বিরূপ পূর্বাভাস সত্ত্বেও তাঁর বক্তৃতা শুনতে আসা বিপুল সংখ্যক শ্রোতার জন্য বাড়তি বসার ব্যবস্থা করতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। প্রফেসর ইউনূস অনুষ্ঠানে আগত বিশিষ্ট অতিথিদের জন্য তাঁর নতুন গ্রন্থ A World of Three Zeros” -এর বহুসংখ্যক কপিতে স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ল্যারী ডিয়েট্জ তাঁর বাসভবনে প্রফেসর ইউনূসের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন যেখানে প্রভোস্ট জ্যান মারফি এবং কলেজ অব আর্টস এন্ড সায়েন্সেস-এর ডীন গ্রেগ সিম্পসনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি ও কর্মকর্তারা যোগ দেন।

প্রফেসর ইউনূস এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্র, শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেন ও তাঁদের সাথে বাংলা নববর্ষ উদ্যাপন করেন।

ছবির ক্যাপশন-১: ১৪ এপ্রিল ২০১৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অবস্থিত ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে “A World of Three Zeros” -এর উপর বক্তৃতা দিচ্ছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ।

---------