Yunus Receives Notre Dame Award for International Development and Solidarity
Press Release (April 16, 2018)
Nobel Laureate Professor Muhammad Yunus is being presented with the Notre Dame Award for International Development and Solidarity from the Kellogg Institute for International Studies. Rev. John I. Jenkins, Notre Dame’s President, joined with Rev. Robert Dowd, Director of Kellogg’s Ford Program in Human Development Studies and Solidarity, to present the Award.
Nobel Laureate Professor Muhammad Yunus delivered spring semester keynote speech at the Notre Dame Forum of the prestigious US University of Notre Dame in Indiana, United States on April 12, 2018. Speaking to an audience of about 650 in the Dahnke Ballroom of the Duncan Student Center at the university, Professor Yunus explained why he has devoted his life’s work to social business.
In conversation with Raymond C. Offenheiser , Director of the Notre Dame Initiative for Global Development in the Keough School of Global Affairs, Yunus said he began by lending money “out of my own pocket,” and then eventually created a bank to make small loans available to the poor, and mainly to women. Today Grameen Bank has some 2,600 branches and nine million borrowers in 97 percent of rgem women, in all the villages of Bangladesh. Grameen model has been copied in almost all the countries of the world , and Grameen America operates in 11 U.S. cities with over hundred thousand borrowers, all women.
Prior to his conversation with Offenheiser, Yunus received the Notre Dame Award for International Development and Solidarity from the Kellogg Institute for International Studies. The award recognizes substantial contributions to human development through research, practice, public service and philanthropy. Rev. John I. Jenkins, Notre Dame’s President, joined with Rev. Robert Dowd, Director of Kellogg’s Ford Program in Human Development Studies and Solidarity, to present the Award.
“Professor Yunus is teaching us that there is a new way of doing business,” Father Jenkins said. Father Dowd added that Yunus’ work proves that “economic development need not come at the expense of human future .”
Titled “Going Global,” this year’s Notre Dame Forum has explored the challenges and opportunities of globalization. Since its establishment in 2005, the Notre Dame Forum has featured major talks by leading authorities on complex issues, including the role of the presidential debates in our political process, immigration, sustainability, global health, the global marketplace, education, women in leadership.
Nobel Laureate Professor Muhammad Yunus in conversation with Raymond C. Offenheiser , Director of the Notre Dame Initiative for Global Development in the Keough School of Global Affairs.
- End -
প্রেস রিলিজ
“নটরডেম অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড সলিডারিটি” পেলেন প্রফেসর ইউনূস
ইন্ডিয়ানা, এপ্রিল ১২, ২০১৮
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে অবস্থিত প্রখ্যাত নটরডেম বিশ্ববিদ্যালয়ের নটরডেম ফোরামের বসন্তকালীন সেমিস্টারে মূল ভাষণ দিলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়টির ডানকান স্টুডেন্ট সেন্টারের ডাহ্নকে বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সমবেত প্রায় ৬৫০ জন শ্রোতার কাছে প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসায়ে তাঁর আত্মনিয়োগের কাহিনী তুলে ধরেন।
কেওগ স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্স-এর নটরডেম ইনিশিয়েটিভ ফর গ্লোবাল ডেভেলপমেন্টের পরিচালক রে অফেনহাইজার এর সাথে আলাপচারিতায় প্রফেসর ইউনূস বলেন যে, তিনি শুরুতে তাঁর নিজের পকেটের টাকা থেকে ঋণ দেয়া আরম্ভ করেন এবং পরবর্তীতে দরিদ্র মানুষদেরকে বিশেষ করে দরিদ্র নারীদেরকে ছোট ছোট ঋণ দেবার জন্য একটি ব্যাংক গড়ে তোলেন। বর্তমানে গ্রামীণ ব্যাংকের প্রায় ২,৬০০ শাখা রয়েছে যাদের মাধ্যমে বাংলাদেশের সকল গ্রামে ৯০ লক্ষ দরিদ্র মানুষকে - যাদের ৯৭ শতাংশই নারী - নিয়মিত ঋণ সুবিধা পৌঁছে দেয়া হচ্ছে। পৃথিবীর প্রায় সকল দেশেই এখন গ্রামীণ মডেল অনুসরণ করা হচ্ছে, এবং গ্রামীণ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি নগরীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে এক লক্ষেরও বেশী দরিদ্র নারীকে সেবা প্রদান করছে।
অফেনহাইজারের সাথে আলাপচারিতার পূর্বে কেলোগ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে “নটরডেম অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড সলিডারিটি” গ্রহণ করেন প্রফেসর ইউনূস। গবেষণা, প্রায়োগিক গবেষণা ও চর্চা, জনসেবা এবং লোকহিতৈষী কাজের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রেভারেন্ড জন আই. জেনকিন্স এবং কেলগ’স ফোর্ড প্রোগ্রাম ইন হিউম্যান ডেভেলপমেন্ট স্টাডিজ এন্ড সলিডারিটি এর পরিচালক রেভারেন্ড রবার্ট ডাউড উভয়ে প্রফেসর ইউনূসের হাতে পুরস্কার তুলে দেন।
ফাদার জেনকিন্স বলেন, “প্রফেসর ইউনূস আমাদেরকে ব্যবসার একটি নতুন উপায় শিখিয়েছেন।” ফাদার ডাউড বলেন, “প্রফেসর ইউনূসের কাজ এটা প্রমাণ করে যে, অর্থনৈতিক উন্নয়নের জন্য মানুষের ভবিষ্যৎ জলাঞ্জলি দেবার প্রয়োজন নেই।”
নটরডেম ফোরামের এ বছরের শ্লোগান ছিল “গোয়িং গ্লোবাল” যা বিশ্বায়নের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত হবার পর নটরডেম ফোরাম বিভিন্ন জটিল ইস্যুতে নেতৃস্থানীয় বিশেষজ্ঞদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে আসছে যার মধ্যে রয়েছে রাজনৈতিক প্রক্রিয়ায় প্রেসিডেন্সিয়াল ডিবেটের ভূমিকা, অভিবাসন, টেকসই উন্নয়ন, বৈশ্বিক স্বাস্থ্য, বৈশ্বিক বাজার, শিক্ষা, নারী নেতৃত্ব ইত্যাদি।
ছবির ক্যাপশন-১: কেলোগ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে “নটরডেম অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড সলিডারিটি” গ্রহণ করছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রেভারেন্ড জন আই. জেনকিন্স এবং কেলগ’স ফোর্ড প্রোগ্রাম ইন হিউম্যান ডেভেলপমেন্ট স্টাডিজ এন্ড সলিডারিটি এর পরিচালক রেভারেন্ড রবার্ট ডাউড একসঙ্গে প্রফেসর ইউনূসের হাতে পুরস্কার তুলে দেন।
ছবির ক্যাপশন-২ ও ৩: কেওগ স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্স-এর নটরডেম ইনিশিয়েটিভ ফর গ্লোবাল ডেভেলপমেন্টের পরিচালক রে অফেনহাইজারের সাথে আলোচনারত নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।
---------