X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Fiftieth Yunus Centre Launched in Ashoka University, Delhi

Fiftieth Yunus Centre Launched in Ashoka University, Delhi

Press Release (08 April, 2018)

Nobel Laureate Professor Muhammad Yunus, Chairman of Yunus Centre and Mr Sankar Krishnan, Pro-VC of Ashoka University of India are signing an MoU to establish Yunus Social Business Centre (YSBC) at the university on behalf of their respective institutions.

Ashoka University of India signed an MoU with Yunus Centre to establish Yunus Social Business Centre (YSBC) at the university. Nobel Laureate Professor Muhammad Yunus signed the MoU on behalf of Yunus Centre on 6th of April, 2018 during his India visit. Ashoka is the 50th University which signed MoU in order to establish an YSBC; other YSBCs in 49 universities  are located across 28 countries. Ashoka is a private university aimed at giving world class education with social orientation. The YSBC will bring social business courses and practice into the curiculum of the university. There are two global events around the social business academia network each year to review and brainstorm on the development of the field.

 

Professor Yunus delivered a public lecture on the ‘Role of education in changing the world’, where people of different sections of society attended. Professor Muhammad Yunus also conducted a masterclass on social business at Ashoka Universiy where students and faculties attended with much enthusiasm. Professor Yunus also planted a tree at the campus premise to mark the formal launching of the centre.

Earlier a dinner was hosted in honour of Professor Yunus at the residence of the French ambassador to India, Mr Alexandre Ziegler. The ambassador welcomed Professor Yunus and introduced to him about 50 CEOs of leading French companies who are operating in India and business leaders of India who are interested in social business idea. Professor Yunus addressed the gathering updating them on the participation of large companies in France and India in social businesses. He also answered their questions.

The ambassador expressed his thanks to Professor Yunus for playing an important role in bringing Olympic 2024  to Paris, and congratulated him for receiving the honorary citizenship of Paris. French ambassador proposed to make this get-together an annual event to bring the French and Indian business community together to  get involved in social business; he would like  to host such an event if Professor Yunus would agree to attend it.

Participants of Social Business Masterclass with Nobel Laureate Professor Muhammad Yunus at the Ashoka University in India.
 
- End   -


প্রেস রিলিজ

৫০তম ইউনূস সেন্টারের উদ্বোধন হলো দিল্লীর অশোকা বিশ্ববিদ্যালয়ে

ভারতের অশোকা বিশ্ববিদ্যালয়ে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনূস সেন্টারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো বিশ্ববিদ্যালয়টি। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর সাম্প্রতিক ভারত সফরের সময়ে ৬ এপ্রিল ২০১৮ ইউনূস সেন্টারের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। নিজ নিজ ক্যাম্পাসে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করতে ইউনূস সেন্টারের সাথে পৃথিবীর যে সকল বিশ্ববিদ্যালয় চুক্তি স্বাক্ষর করেছে অশোকা তাদের মধ্যে ৫০তম। অন্য ৪৯টি ইউনূস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর ২৮টি দেশে। সামাজিক লক্ষ্য নিয়ে বিশ্বমানের শিক্ষাদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়টি। ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারটির একটি অন্যতম কাজ হবে এই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে সামাজিক ব্যবসা ও তার চর্চাকে অন্তর্ভূক্ত করা। বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার উন্নয়ন ও প্রসার পর্যালোচনা এবং এ নিয়ে চিন্তা-ভাবনা করতে প্রতি বছর সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া নেটওয়ার্ককে কেন্দ্র করে দু’টি আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে।

প্রফেসর ইউনূস “বিশ্বকে পরিবর্তনে শিক্ষার ভূমিকা” শিরানোমে একটি জন-বক্তৃতা দেন যেখানে সমাজের সকল গোষ্ঠীর মানুষ যোগ দেয়। তিনি অশোকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষভাবে আয়োজিত ক্লাশ পরিচালনা করেন যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ প্রবল আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়টিতে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার স্মারক চিহ্ন হিসেবে তিনি ক্যাম্পাসে একটি বৃক্ষ রোপণ করেন।

এর পূর্বে ভারতে ফরাসী রাষ্ট্রদূত মি. আলেকজান্দ্রে জিগলার তাঁর বাসভবনে প্রফেসর ইউনূসের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। রাষ্ট্রদূত ভারতে কর্মরত প্রায় ৫০টি নেতৃস্থানীয় ফরাসী ব্যবসা প্রতিষ্ঠান এবং সামাজিক ব্যবসায়ে আগ্রহী ভারতের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে প্রফেসর ইউনূসের পরিচয় করিয়ে দেন। তাঁর বক্তব্যে প্রফেসর ইউনূস ফান্স ও ভারতে কর্মরত বৃহৎ সামাজিক ব্যবসা কোম্পানীগুলোর কর্মকান্ডের সর্বশেষ অবস্থা সম্পর্কেও উপস্থিত অংশগ্রহণকারীদের অবহিত করেন। তিনি তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন।

ফরাসী রাষ্ট্রদূত ২০২৪ সালের অলিম্পিক প্যারিসে নিয়ে আসায় প্রফেসর ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ দেন এবং প্যারিস নগরীর সম্মানসূচক নাগরিকত্ব গ্রহণ করার জন্য তাঁকে অভিনন্দন জানান। তিনি বলেন যে, প্রফেসর ইউনূস যোগদান করতে সম্মত হলে তিনি সামাজিক ব্যবসায়ে আগ্রহী ফ্রান্স ও ভারতের ব্যবসায়ী নেতাদের নিয়ে প্রতি বছর এ ধরনের একটি সমাবেশের আয়োজন করতে চান।