Yunus launches “Yunus Social Business Kenya” in Partnership with Kenyan Business Leaders
Nobel Laureate Professor Muhammad Yunus and Saskia Bruysten in Nairobi with the three business leaders (from left) Nilesh Doshi, Bahrat Doshi and Vinay Sanghrajka who initiated the Yunus Social Business Kenya.
NAIROBI, MARCH 10th. Nobel laureate Professor Muhammad Yunus visited Kenya to officially launch “Yunus Social Business Kenya”, to be known as YSB Kenya, a social business fund dedicated to harnessing the power of social business to address social problems. Professor Yunus launched the new non-dividend company which was an initiative of three Kenyan Indian business leaders. The company is established in association with YSB Global, which is headquartered in Berlin.
Bharat Doshi, Nilesh Doshi and Vinay Sanghrajka, all three of them successful business leaders of Kenya, were inspired by the work of Professor Muhammad Yunus for many years, and have all been deeply invested in philanthropy in Kenya and India for many years, found social business as an efficient option to solve people’s problems. They decided to create YSB Kenya to bring the business community of Kenya together to tackle social problems of Kenya with a business approach.
The launch was marked with an event with attendance of 320 leading members of the business community of Nairobi. The YSB Fund will be launched initially with one million dollar with a target of reaching $5 within a year. By the time of holding the launching event $800,000 were already committed for the fund by eight friends. Among the attendees were the renowned 92 year old business tycoon Dr Manu Chandaria and famous philanthropist Dr C.S Sheth. YSB Kenya also organized special book launching event for launching Professor Yunus’s book ‘A World of Three Zeros — The New Economics of Zero Poverty, Zero Unemployment, and Zero Net Carbon Emissions’.
The goal of the YSB Kenya will be to support and invest in social businesses and encourage business community to create their own social businesses to address the problems of the country. According to the plan of the leaders of YSB Kenya, by 2020 they should be funding 30 social businesses, creating over 30,000 jobs and impacting over 2 million people in Kenya. By turning donations into investments in sustainable social businesses, Yunus Social Business Kenya will aim to tackle the kind of challenges traditionally addressed by aid agencies and charity organizations.
During his visit Professor Yunus also addressed the Nairobi chapter of the Young Presidents’ Organisation (YPO), a network that brings together CEOs from around the world. The event was one of the highest turnouts for any YPO Kenya event ever. His address highlighted to the YPO members on the need to mobilise social business within their own industries, touching on the key themes of his book ‘A World of Three Zeros’.
A group of international partners and supporters of Yunus Social Business from all over the world also accompanied Professor Muhammad Yunus during his visit to Kenya. The delegation visited two social businesses based in Nairobi, Burton & Bamber, agro-processing company that specializes in the preservation of fruit, and Plexus Energy, providing clean energy solutions with solar panel technology.
Professor Yunus visited the Strathmore Business School at their invitation and gave a public lecture for present and former students of the school and entrepreneurs. He encouraged the attendees to re-frame how to think about unemployment, not to become job seekers but to become job creators. He was warmly welcomed by Dr. George Njenga, the Dean of Strathmore Business School, and Dr. Pratap Kumar, professor of entrepreneurship.
The event was jointly hosted by Villgro Kenya. Dr Robert Karanja, the Co-founder and CEO of Villgro encouraged the students to create a world of their choice.
Eminent business leaders from neighbouring countries of Rwanda and Tanzania also attended the launching ceremony and other meetings, and discussed about the process of creating YSB Funds in their respective countries. Ms Saskia Bruysten, co-founder and CEO of YSB Global accompanied Professor Yunus during the trip.
- End -
প্রেস রিলিজ
কেনিয়ার নেতৃস্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে “ইউনূস সামাজিক ব্যবসা কেনিয়া” উদ্বোধন করলেন প্রফেসর ইউনূস
নাইরোবী, মার্চ ১০:“ইউনূস সামাজিক ব্যবসা কেনিয়া” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। তাঁর সাম্প্রতিক কেনিয়া সফরে প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি চালু করলেন। তিনজন কেনিয়-ভারতীয় ব্যবসায়ী নেতার উদ্যোগে ইউনূস সোশ্যাল বিজনেস গ্লোবাল (যার সদর দপ্তর বার্লিনে অবস্থিত) এর সাথে যৌথভাবে এই লভ্যাংশ-বিহীন কোম্পানীটি প্রতিষ্ঠিত হলো।
এই তিন ব্যবসায়ী ভারত দোশী, নীলেশ দোশী ও বিনয় সাংরাজকা সকলেই কেনিয়ার সফল ব্যবসায়ী নেতা। তাঁরা দীর্ঘদিন ধরে প্রফেসর ইউনূসের কাজে প্রবলভাবে অনুপ্রাণিত এবং প্রত্যেকেই বহু বছর ধরে কেনিয়া ও ভারতে বিভিন্ন জনহিতকর কাজে ব্যাপকভাবে বিনিয়োগ করে আসছেন। তাঁরা বিশ্বাস করেন যে, মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সামাজিক ব্যবসা একটি দক্ষ ও কার্যকর বিকল্প। ইউনূস সামাজিক ব্যবসা কেনিয়া প্রতিষ্ঠা করে ব্যবসায়ের মাধ্যমে কেনিয়ার বিভিন্ন সামাজিক সমস্যা দুর করতে করতে তাঁরা কেনিয়ার ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ করার সিদ্ধান্ত নেন।
নাইরোবীর ব্যবসায়ী সমাজের ৩২০ জন নেতৃস্থানীয় সদস্যর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইউনূস সামাজিক ব্যবসা কেনিয়ার উদ্ধোধন করেন প্রফেসর ইউনূস। প্রাথমিকভাবে ১০ লক্ষ মার্কিন ডলার নিয়ে যাত্রা শুরুর পর প্রতিষ্ঠানটি প্রতি বছর আরো ৫ লক্ষ ডলার করে তহবিল বৃদ্ধির পরিকল্পনা করছে। উদ্বোধনীর পুর্বেই ৮ বন্ধুর নিকট থেকে ৮ লক্ষ ডলার তহবিলের প্রতিশ্রুতি পাওয়া যায়। অনুষ্ঠানে উপস্থিত অভ্যাগতদের মধ্যে ছিলেন ৯২ বছর বয়সী নাইরোবীর বিশিষ্ট ধনী ব্যবসায়ী ড. মানু চন্দরিয়া এবং বিখ্যাত সমাজসেবক ড. সি. এস. শেঠ। প্রফেসর ইউনূসের নব-প্রকাশিত গ্রন্থ “A World of Three Zeros -- The New Economics of Zero Poverty, Zero Unemployment, and Zero Net Carbon Emissions”-এর জন্য একটি বিশেষ উদ্বোধনীরও আয়োজন করে ইউনূস সামাজিক ব্যবসা কেনিয়া।
ইউনূস সামাজিক ব্যবসা কেনিয়ার লক্ষ্য বিভিন্ন সামাজিক ব্যবসাকে সহায়তা দান ও এসব ব্যবসায়ে বিনিয়োগ করার পাশাপাশি কেনিয়ার ব্যবসায়ী সমাজকে দেশটির বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে তাদের নিজেদের সামাজিক ব্যবসা গড়ে তুলতে উদ্বুদ্ধ করা। প্রতিষ্ঠানটির নেতৃবৃন্দ ২০২০ সালের মধ্যে ৩০টি সামাজিক ব্যবসা ও ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছেন যা কেনিয়ার ২০ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। অনুদানকে টেকসই সামাজিক ব্যবসায়ে বিনিয়োগে রূপান্তরিত করে ইউনূস সামাজিক ব্যবসা কেনিয়া সমাজের সেসব সমস্যা মোকাবেলায় কাজ করবে যা প্রচলিতভাবে দাতা সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠানগুলো করে থাকে।
তাঁর কেনিয়া সফরের সময়ে প্রফেসর ইউনূস তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন “ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশন”-এর নাইরোবী চ্যাপ্টারের উদ্দেশ্যে ভাষণ দেন। ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশন বিশ্ব জুড়ে প্রধান নির্বাহীদের সংগঠিত করে থাকে। প্রফেসর ইউনূসের ভাষণ শুনতে কেনিয়ায় সংগঠনটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সদস্যর সমাবেশ ঘটে। তাঁর বক্তব্যে প্রফেসর ইউনূস তাঁর “A World of Three Zeros” বইটির মূল তত্ত্ব নিয়ে কথা বলেন এবং সংগঠনটির সদস্যদেরকে তাঁদের নিজ নিজ শিল্প ও ব্যবসা ক্ষেত্রে সামাজিক ব্যবসা সৃষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেন।
প্রফেসর ইউনূসের প্রতিনিধিদলে ছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ইউনূস সামাজিক ব্যবসাগুলোর আন্তর্জাতিক সহযোগী ও সমর্থকদের একটি উচ্চ পর্যায়ের দল। প্রতিনিধিদল নাইরোবীতে দু’টি সামাজিক ব্যবসা পরিদর্শন করেন। এর একটি ফলমূল সংরক্ষণে বিশেষায়িত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানী “বার্টন এন্ড ব্যাম্বার”, অপরটি সোলার প্যানেল প্রযুক্তি সহযোগে সুপেয় পানির সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান “প্লেক্সাস এনার্জি”।
ছাড়া প্রফেসর ইউনূস স্ট্রাথমোর বিজনেস স্কুলের আমন্ত্রণে স্কুলটির বর্তমান ও প্রাক্তন ছাত্র ও উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটি জন-বক্তৃতা প্রদান করেন। তিনি শ্রোতাদেরকে বেকারত্ব সম্পর্কে তাদের চিন্তা-ভাবনা পুনর্বিবেচনা করতে বলেন এবং চাকরি খোঁজার পরিবর্তে বরং উদ্যোক্তা হয়ে চাকরি সৃষ্টির পরামর্শ দেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান স্ট্রাথমোর বিজনেস স্কুলের ডিন ড. জর্জ এনজেনগা এবং স্কুলটির ব্যবসা উদ্যোগ বিষয়ক অধ্যাপক ড. প্রতাপ কুমার।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ভিলগ্রো কেনিয়া। ভিলগ্রো কেনিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. রবার্ট কারানজা ছাত্রদেরকে তাদের পছন্দের পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।
পাশ্ববর্তী দেশ রুয়ান্ডা ও তানজানিয়া থেকে ব্যবসায়ী নেতারা এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, এ উপলক্ষে বিভিন্ন সভায় অংশ নেন এবং তাঁদের স্ব-স্ব দেশে ইউনূস সামাজিক ব্যবসা তহবিল সৃষ্টির প্রক্রিয়া সম্বন্ধে জানতে চান। প্রফেসর ইউনূসের এই সফরে তাঁর সঙ্গে ছিলেন ইউনূস সোশ্যাল বিজনেস গ্লোবাল এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিস সাসকিয়া ব্রুইস্টেন।
ছবির ক্যপশান: নাইরোবীতে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও সাসকিয়া ব্রুইস্টেনের সাথে ইউনূস সামাজিক ব্যবসা কেনিয়া প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণকারী কেনিয়ার তিন বিশিষ্ট ব্যবসায়ী (বাম থেকে) নিলেশ দোশী, ভারত দোশী ও বিনয় সাংরাজকা।
---------