Yunus Yoshimoto Social Business Company to Launch Operation in Japan Preparatory meeting held in Dubai
Yunus Centre Press Release (05 March, 2018)
A high level team from Yoshimoto Kogyo, a major Japanese entertainment conglomerate met Nobel Laureate Professor Muhammad Yunus in Dubai on March 3, 2018 during his trip to UAE. They came all the way from Japan to have a two hour meeting with him in preparation of their next meeting which will take place in Japan on March 28, 2018. Yoshimoto Kogyo, headquartered in Osaka and founded in 1912 is planning to set up a social busienss venture in Japan.
Dubai, March 5: A preparatory meeting held between Nobel Laureate Professor Muhammad Yunus and 24 senior officials from Yoshimoto Kogyo Company, who flew in from Japan to Dubai for a day for the meeting. Professor Muhammad Yunus is attending Dubai Lit Fest to speak on his new book, “A World of Three zeroes”. This preparatory meeting took place to hold the first Yunus Family Conference in Tokyo on March 28 immediately after a new joint venture social business has just been established.
Yoshimoto Kogyo Co. of Japan has teamed up with Yunus Centre and Yunus Shiiki Social business Research Centre at Kyushu University in Fukuoka, to launch a joint venture social business company in Japan to address social problems of Japan in innovative ways by mobilizing comedians and other entertainers in their respective prefectures.
Yoshimoto Kogyo is a major Japanese entertainment conglomerate with its headquarters in Osaka. It was founded in 1912 and has since grown to be one of the most influential companies in Japan, employing most of Japan’s popular comedy talents, producing and promoting the shows they appear in.
Among the social problems the new company yySA wishes to address are: aging population, depression and loneliness, declining birth rate, poverty, depopulation, outflow of young adults from rural areas, lack of successors for special local products, etc. Yoshimoto is a company which manages the entertainment talents for radio, television, and media in general. Among them they manage 6,000 comedians located in 47 prefectures. Through the new social business company, named as yySA (Yunus Yoshimoto Social Action Company) founded last month, February 2018, with Mrs. Yuka Kobayashi as the President. Yoshimoto talents throughout Japan will explore social business solutions for social problems in their own areas. The new company will build up a network of social businesses and provide investments to make local ideas translated into reality. Entrepreneurs will use the power of entertainment and state of the art technologies to design solutions. The company will name the network of all idea generators, entrepreneurs, technology providers, producers, and consumers, who will be engaged in solving social problems as “Yunus Family Network”. yySA aims at engaging the consumers by making social business as an integral part of their daily life, making it a core part of their culture. The vision of the company is to create a society and an ecosystem where social problems are solved by local people by their creative social business initiatives. yySA will provide the talent, entertainment power, finance, and technologies.
The first “Yunus Family Conference” will be held in Tokyo on March 28. Professor Yunus will be the chief guest at the conference. Besides holding a competition of social business ideas a common tag and brand design for all social business products and services will be introduced in this conference. From this mark the consumers will be able to identify the yySA products and services.
-----------------------------
প্রেস রিলিজ
জাপানে প্রতিষ্ঠিত হচ্ছে ইউনূস ইয়োশিমোতো সামাজিক ব্যবসা কোম্পানী:দুবাইতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
দুবাই, ৪ মার্চ: নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে একটি প্রস্তুতিমূলক সভায় যোগ দিতে ইয়োশিমোতো কোগিও কোম্পানীর ২৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা একদিনের জন্য জাপান থেকে দুবাইতে আসেন। উল্লেখ্য যে, প্রফেসর ইউনূস তাঁর নতুন প্রকাশিত গ্রন্থ “A World of Three Zeros” এর উপর বক্তৃতা দিতে এ সময়ে দুবাই সাহিত্য উৎসবে অবস্থান করছিলেন। একটি নতুন জয়েন্ট ভেঞ্চার সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার পরপরই ২৮ মার্চ টোকিওতে প্রথম “ইউনূস ফ্যামিলি কনফারেন্স” আয়োজনের প্রস্তুতিমূলক বৈঠক হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।
কমেডিয়ান ও অন্যান্য বিনোদন শিল্পী-কুশলীদের নিয়ে তাদের নিজ নিজ এলাকায় বিভিন্ন উদ্ভাবনমূলক উপায়ে জাপানের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে ইয়োশিমোতো কোগিও কোম্পানী ইউনূস সেন্টার এবং ফুকুওকার কিউশু বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ইউনূস শিকি সোশ্যাল বিজনেস রিসার্চ সেন্টারের সাথে যৌথভাবে জাপানে একটি নতুন জয়েন্ট ভেঞ্চার সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।
ইয়োশিমোতো কোগিও জাপানের অন্যতম বৃহত্তম বিনোদন কর্পোরেশন। ১৯১২ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানীটির প্রধান কার্যালয় ওাসাকাতে অবস্থিত। প্রতিষ্ঠার পর পরই কোম্পানীটি জাপানের অন্যতম প্রভাবশালী একটি ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় যা জাপানের জনপ্রিয় কমেডিয়ানদের নিয়োগ করে এবং তাদের অভিনীত বিভিন্ন প্রদর্শনী প্রযোজনা ও প্রবর্ধন করে থাকে।
নবপ্রতিষ্ঠিত এই “ইউনূস-ইয়োশিমোতো সোশ্যাল অ্যাকশন কোম্পানী” (ওয়াইওয়াইএসএ) যেসব সামাজিক সমস্যা নিয়ে কাজ করবে সেগুলো হচ্ছে: বর্ষীয়ান মানুষ, অবসাদ ও একাকীত্ব, হ্রাসমান জন্মহার, দারিদ্র, জনশূন্যকরণ, গ্রামীণ এলাকা থেকে তরুণদের প্রস্থান, বিশেষ বিশেষ স্থানীয় পণ্যের উত্তরসূরি পণ্যের অভাব ইত্যাদি। ইয়োশিমোতো রেডিও, টেলিভিশন ও অন্যান্য মিডিয়ার জন্য বিনোদন শিল্পী-কুশলীদের ব্যবস্থাপনা করে থাকে। তাদের অধীনে ৪৭টি এলাকায় ৬,০০০ কমেডিয়ান রয়েছে। ফেব্রুয়ারী ২০১৮-তে প্রতিষ্ঠিত ইউনূস-ইয়োশিমোতো সোশ্যাল অ্যাকশন কোম্পানীর প্রেসিডেন্ট মিসেস ইউকা কোবায়াশি। ইয়োশিমোতোর অভিনয়-প্রতিভারা জাপানে তাদের নিজ নিজ এলাকার সামাজিক সমস্যাগুলো মোকাবেলার লক্ষ্যে সামাজিক ব্যবসা সমাধান অনুসন্ধান করবে। কোম্পানীটি বিভিন্ন সামাজিক ব্যবসার একটি নেটওয়ার্ক গড়ে তুলবে এবং স্থানীয় বিভিন্ন আইডিয়াকে বাস্তবে রূপ দিতে মূলধন সরবরাহ করবে। উদ্যোক্তারা সামাজিক সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজে বের করতে বিনোদনশিল্পের শক্তি ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। ওয়াইওয়াইএসএ সকল আইডিয়া উদ্ভাবক, উদ্যোক্তা, প্রযুক্তি সরবরাহকারী, উৎপাদক ও ভোক্তার সমন্বয়ে গঠিত এই নেটওয়ার্কের নাম দেবে “ইউনূস ফ্যামিলি নেটওয়ার্ক।” এছাড়াও ওয়াইওয়াইএসএ সামাজিক ব্যবসাকে ভোক্তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে ও তাদের সংস্কৃতির একটি মৌলিক উপাদানে পরিণত করার মাধ্যমে ভোক্তাদেরকে এর অংশীদারে পরিণত করার পরিকল্পনা করছে। এর সুদুরপ্রসারী লক্ষ্য হচ্ছে এমন একটি সমাজ ও ইকো-সিস্টেম তৈরী করা যেখানে স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সৃষ্টিশীল সামাজিক ব্যবসার দ্বারা নিজেদের সামাজিক সমস্যাগুলো নিজেরাই সমাধান করবে। ইউনূস-ইয়োশিমোতো সোশ্যাল অ্যাকশন এজন্য প্রয়োজনীয় প্রতিভা, বিনোদন শিল্পের শক্তি, অর্থায়ন ও প্রযুক্তি সরবরাহ করবে।
প্রথম “ইউনূস ফ্যামিলি সম্মেলন”টি অনুষ্ঠিত হবে ২৮ মার্চ টোকিওতে। প্রফেসর ইউনূস এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সামাজিক ব্যবসা আইডিয়াগুলোর একটি প্রতিযোগিতা ছাড়াও সকল সামাজিক ব্যবসা পণ্য ও সেবার জন্য একটি সাধারণ ট্যাগ ও ব্র্যান্ড ডিজাইনও এই সম্মেলনে উপস্থাপন করা হবে। এই চিহ্ন দেখে ভোক্তারা ইউনূস-ইয়োশিমোতো সোশ্যাল অ্যাকশন উৎপাদিত পণ্য ও সেবাগুলোকে আলাদা করে চিনতে পারবেন।