Yunus Center signs MoU with Dr BR Ambedkar University, Andhra Pradesh
Press Release (02 January 2018)
Nobel Laureate Professor Muhammad Yunus exchanging the MoU documents for establishment of YSBC with BRAU Vice-Chancellor Koona Ramji in the presence of Minister of Human Resources Development of Andhra Pradesh, Mr. Ganta Srinivasa Rao in Guntur, India on December 27, 2017
Nobel Laureate Professor Muhammad Yunus signed a Memorandum of Understanding (MoU) with Dr. BR Ambedkar University (BRAU), located in Srikakulam, Andhra Pradesh on 27 December, 2017
The MoU was signed during the centenary conference of the Indian Economic Association at Acharya Nagarjuna University. Vice Chancellor of BRAU signed the MoU with Founder of Yunus Social Business Center (YSBC) in the presence of Minister of Human Resources Development in Andhra Pradesh in India, Mr. Ganta Srinivasa Rao, in the presence of all Vice-Chancellors of sixteen state-run universities of Andhra Pradesh. The minister suggested that all the sixteen universities should gradually establish YSBCs.
After the YSBC of SSM College of Engineering (SSMCE), Tamil Nadu, and YSBC, Chandigarh University, Punjab, BRAU is the third university in India. In all, 44 universities of different countries have signed the MoU for the establishment of YSBC around the world.
BRAU signed the MoU with the YSBC with an aim to achieve zero poverty and sustainable economic growth in rural areas through the university, explained the BRAU Vice-Chancellor to Indian press media. "We will fix a schedule with the Yunus Social Business Center (YSBC) soon and implement programs in our students in a phased manner in rural areas," BRAU Vice-Chancellor Prof Koona Ramji explained.
----------
প্রেস রিলিজ
ইউনূস সেন্টারের সাথে অন্ধ্র প্রদেশের ড. বিআর আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
গত ২৭ ডিসেম্বর ২০১৭ ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামে অবস্থিত ড. বিআর আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের সাথে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।
অন্ধ্র প্রদেশের আচার্য নাগার্জুন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভারতীয় অর্থনীতি সমিতির শতবর্ষ পূর্তি সম্মেলন চলাকালে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। অন্ধ্র প্রদেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী জনাব গান্তা শ্রীনিবাস রাওয়ের উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ড. বিআর আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা। অন্ধ্র প্রদেশের ১৬টি রাজ্য-পরিচালিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণও এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রী এই ১৬টি বিশ্ববিদ্যালয়েই ক্রমান্বয়ে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার পরামর্শ দেন।
এসএসএম কলেজ অব ইঞ্জিনিয়ারিং, তামিলনাডু এবং চন্ডিগড় বিশ্ববিদ্যালয়, পাঞ্জাবের পর ড. বিআর আম্বেদকার বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রটি ভারতে প্রতিষ্ঠিত তৃতীয় ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র। পৃথিবীর বিভিন্ন দেশের ৪৪টি বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক কূনা রামজী বলেন যে, তাঁর বিশ্ববিদ্যালয় শূন্য দারিদ্র ও গ্রামাঞ্চলে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রের সাথে এই চুক্তিতে স্বাক্ষর করেছে। উপাচার্য আরো বলেন, “ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রের সাথে স্থিরকৃত একটি পরিকল্পনা অনুযায়ী আমরা শীঘ্রই আমাদের ছাত্রদের নিয়ে পর্যায়ক্রমে গ্রামাঞ্চলে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করবো।”
ছবির ক্যাপশন: ২৭ ডিসেম্বর ২০১৭ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস গুন্টুর, ভারতে অন্ধ্র প্রদেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী জনাব গান্তা শ্রীনিবাস রাওয়ের উপস্থিতিতে অন্ধ্র প্রদেশের ড. বিআর আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কূনা রামজীর সাথে বিশ্ববিদ্যায়টিতে “ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র” প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক ডকুমেন্ট বিনিময় করছেন।