Muhammad Yunus Attends Centenary Conference of Indian Economic Association (IEA) As Guest of Honour
Press Release (28 December, 2017)
President of India Ram Nath Kovind Inaugurates the Conference
Nobel Laureate Professor Muhammad Yunus with the President of India His Excellency Ram Nath Kovind (to his left in the picture lighting the candle and Chief Minister of Andhra Pradesh, Mr Chandrababu Naidu (in the picture with white suit). President of Indian Economic Association Dr Sukhadeo Thorat is also seen among others at the inauguration ceremony of the 100th conference of Indian Economic Association (IEA) on December 27, 2017 in Guntur, Andhra Pradesh, India.
Nobel Laureate Professor Muhammad Yunus was invited as Guest of honour at the 100th conference of Indian Economic Association (IEA) on December 27, 2017 in Guntur, Andhra Pradesh. He was invited at the historic centenary conference of IEA, which was established in 1917. He will give a special lecture for the economists on December 28.
President of India Ram Nath Kovind inaugurated the conference as the chief guest at Acharya Nagarjuna University, Andhra Pradesh, India. Governor of Andhra Pradesh E.S.L. Narasimhan and Chief Minister Nara Chandrababu Naidu were also present at the inaugural event. The theme of the conference is ‘India development experience since Independence,’’. In his official address, HE President of India welcomed Professor Yunus at the conference and said, “Professor Yunus’ work in development economics has made him the pride of the entire subcontinent.”
Professor Yunus in his inaugural address to the conference highlighted what he thinks are important issues of the world such as absence of financial structure to help the poor to express their entrepreneurial ability, obscene concentration of wealth in a few hands facilitated by economic theory. Economist must fix this machine to let wealth flow from top to bottom, not the other way around.
Right after the speech, Professor Yunus had a one on one meeting with the Indian President to discuss the issues raised by Yunus during his speech during the inaugural session. Indian President invited Professor Yunus to meet him at the Rashtrapati Bhavan, official residence of the President to discuss in details about the issues.
Around 5000 high profile dignitaries including civil servants, researchers, and economists participated at the inaugural session of the conference. The 100th conference of Indian Economic Association which is being held at Acharya Nagarjuna University will end on December 30, 2017. Vice-President M. Venkaiah Naidu is likely to attend the valedictory of the event.
Yunus' book A World of Three Zeros is being sold at the conference venue. Professor was mobbed by university professors, Civil servants and students to take pictures with him. Many of them teach microcredit in their departments or involved in research on microcredit.
---------
প্রেস রিলিজ
ভারতীয় অর্থনীতি সমিতির শততম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে প্রফেসর ইউনূসের যোগদান
সম্মেলন উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ
নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ২৭ ডিসেম্বর ২০১৭ ভারতীয় অর্থনীতি সমিতির শত বর্ষ পূর্তি সম্মেলনে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন। গুন্টুর, অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিত ১৯১৭ সালে প্রতিষ্ঠিত ভারতীয় অর্থনীতি সমিতির এই ঐতিহাসিক সম্মেলনে প্রফেসর ইউনূসকে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে হিসেবে আমন্ত্রণ জানানো হয়। অর্থনীতিবিদদের উদ্দেশ্যে তিনি ২৮ ডিসেম্বর একটি বিশেষ ভাষণও দেবেন।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ প্রধান অতিথি হিসেবে ভারতের অন্ধ্র প্রদেশে অবস্থিত আচার্য নাগার্জুন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো যোগ দেন অন্ধ্র প্রদেশের গভর্ণর ই. এস. এল. নরসিংহ এবং প্রদেশের মূখ্যমন্ত্রী নর চন্দ্রবাবু নাইডু। সম্মেলনের বিষয়বস্তু হচ্ছে “স্বাধীনতা-উত্তর ভারতের উন্নয়ন অভিজ্ঞতা।” মহামান্য রাষ্ট্রপতি তাঁর উদ্বোধনী ভাষণে প্রফেসর ইউনূসকে সম্মেলনে স্বাগত জানান এবং বলেন, “উন্নয়ন অর্থনীতিতে প্রফেসর ইউনূসের অবদানের জন্য গোটা উপমহাদেশ তাঁর জন্য গর্বিত।”
তাঁর ভাষণে প্রফেসর ইউনূস বর্তমান বিশ্বের জরুরী সমস্যাগুলো সম্বন্ধে তাঁর চিন্তা-ভাবনা তুলে ধরেন, যেমন উদ্যোক্তা হিসেবে তাদের সক্ষমতার বিকাশ ঘটাতে দরিদ্র মানুষদের জন্য উপযুক্ত আর্থিক কাঠামোর অভাব এবং প্রচলিত অর্থনৈতিক কাঠামোর ভেতরেই পৃথিবীর সম্পদ গুটিকয়েক লোকের হাতে কেন্দ্রীভূত হবার ভয়াবহ সমস্যা। তিনি বলেন যে, অর্থনীতিবিদদেরকে অবশ্যই অর্থনীতির যন্ত্রটাকে এমনভাবে সংস্কার করতে হবে যাতে সম্পদের প্রবাহটা নিচে থেকে উপরে নয়, বরং উপর থেকে নিচে চালিত হতে পারে।
উদ্বোধনী সেশনে তাঁর ভাষণের পর পরই তাঁর বক্তব্যে উপস্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য প্রফেসর ইউনূসের সাথে মহামান্য রাষ্ট্রপতি এক একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ নিয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য রাষ্ট্রপতি মহোদয় প্রফেসর ইউনূসকে ভারতীয় রাষ্ট্রপতির সরকারী বাসভবন “রাষ্ট্রপতি ভবন”-এ বৈঠকের আমন্ত্রণ জানান।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রায় ৫,০০০ উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা, বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক। আচার্য নাগার্জুন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভারতীয় অর্থনীতি সমিতির এই ১০০তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ভারতের উপ-রাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডু সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগদান করার কথা।
প্রফেসর ইউনূসের নতুন প্রকাশিত গ্রন্থ “A World of Three Zeros” সম্মেলনস্থলে বিপুলভাবে বিক্রি হচ্ছে। প্রফেসর ইউনূসের সাথে ছবি তোলার জন্য বিশ্ববিদ্যালয় অধ্যাপক, সরকারী কর্মকর্তা ও ছাত্ররা তাঁকে ঘিরে ধরেন। এঁদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্রঋণ বিষয়ে শিক্ষাদান করেন অথবা এ বিষয়ে গবেষণার সাথে যুক্ত।
ছবির ক্যাপশন: নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে ভারতের মহামান্য রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ(ছবিতে প্রফেসর ইউনূসের বাম দিকে মোমবাতি প্রজ্জ্বলন করছেন) ও অন্ধ্র প্রদেশের মূখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (সাদা স্যুট পরিহিত)। গুন্টুর, অন্ধ্র প্রদেশ, ভারতে ২৭ ডিসেম্বর ২০১৭ অনুষ্ঠিত ভারতীয় অর্থনীতি সমিতির শত বর্ষ পূর্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সাথে আরো দেখা যাচ্ছে ভারতীয় অর্থনীতি সমিতির প্রেসিডেন্ট ড. সুখাদেও থোরাটকে।