70 NURSES GRADUATES FROM GRAMEEN CALEDONIAN NURSING COLLEGE
Press Release (17 December, 2017)
336 Children of Grameen Borrowers Pursuing Nursing Degree
Graduating students with Nobel Laureate Professor Muhammad Yunus during the Sixth Graduation Ceremony of Grameen Caledonian Nursing College (GCCN) on Sunday 17th December, 2017. Total 70 students graduated this year from the college who are all children of Grameen Bank members.
The sixth graduation ceremony Grameen Caledonian Nursing College (GCCN) was held on Sunday, December 17, 2017 at with 70 students graduating nursing diplomas. Nobel Laureate Professor Muhammad Yunus presided over the graduation ceremony. Mr Frank Crossan, Professor, Glasgow Caledonian University (GCU), Scotland & Consultant, GCCN represented Chancellor of Glasgow Caledonian University at the graduation ceremony. All the girls are daughters of Grameen Bank families, and have already been hired by top hospitals of Dhaka.
Currently about 336 students are pursuing diploma and BSc in Nursing at the college. Since its inception in 2010, 293 students have graduated from the college. Six of them have gone on to complete BSc at Glasgow Caledonian University and two are pursuing their MSc in the UK with scholarship who are expected to join GCCN as faculty once they complete their studies. In Bangladesh the nurse graduates have been hired by top flight hospitals.
Applications from the children of Grameen Bank borrowers are screened once a year and the selected applicants receive an education loan from Grameen Bank to cover all the costs related to their. Students get all equipment, dress; accommodation covered in the loan and receive a one year grace period before they are required to pay back the loan through installments.
GCCN is a joint venture social business in the health sector between GCU, Scotland and Grameen Healthcare Trust that was established in 2010 by Nobel Laureate Professor Muhammad Yunus with an aim to create a world class nursing training institute in Bangladesh. It started its journey at rented space but is planning to shift to its own permanent premises by 2020.
During his speech at the graduation ceremony, Professor Muhammad Yunus congratulated the young nurses and said, “I am really happy to see you as graduates today. Your parents are the happiest persons who are all members of Grameen family. I hope you will serve your patients with care and empathy.” Professor Yunus hoped that GCCN will continue to contribute to the country’s healthcare industry by creating world class nurses that are both efficient and caring.
Nobel Laureate Professor Muhammad Yunus awarding the top student during the Sixth Graduation Ceremony of Grameen Caledonian Nursing College (GCCN) on Wednesday 17th December, 2017. A total of 70 students graduated this year from the college who are all children of Grameen Bank members.
Photo: Yunus Centre
------
প্রেস রিলিজ
গ্রামীণ ক্যালেডোনিয়ান নার্সিং কলেজ থেকে ৭০ জন নার্সের গ্র্যাজুয়েশন লাভ
গ্রামীণ ঋণীদের ৩৩৬ জন মেয়ে এখন নার্সিং ডিগ্রী গ্রহণ করছে
আজ ১৭ ডিসেম্বর ২০১৭ রবিবার গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের ৬ষ্ঠ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ৭০ জন ছাত্রী তাদের নার্সিং ডিপ্লোমা ডিগ্রী অর্জন করলো। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি, স্কটল্যান্ডের প্রফেসর এবং গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের উপদেষ্টা জনাব ফ্রাংক ক্রোসান অনুষ্ঠানে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের প্রতিনিধিত্ব করেন। উল্লেখ্য যে, প্রফেসর মুহাম্মদ ইউনূস এই বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস চ্যান্সেলর। গ্র্যাজুয়েশন সমাপ্তকারী ছাত্রীদের সকলেই গ্রামীণ ব্যাংক পরিবারের সন্তান এবং এদের অধিকাংশই এরই মধ্যে বাংলােেদশের খ্যাতনামা বিভিন্ন হাসপাতালে নিয়োগ লাভ করেছে।
গ্রামীণ ব্যাংক পরিবারের ৩৩৬ জন ছাত্রী বর্তমানে এই কলেজে নার্সিংয়ে ডিপ্লামা ও বিএসসি ডিগ্রী গ্রহণ করছে। ২০১০ সালে কলেজটি প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ২৯৩ জন ছাত্রী এই কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এরা সকলেই গ্রামীণ ব্যাংক সদস্য পরিবারের সন্তান। এদের মধ্যে ৬ জন গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির বৃত্তি নিয়ে এখন সেখানে উচ্চ শিক্ষা গ্রহণ করছে এবং আরো ২ জন যুক্তরাজ্যে বৃত্তি নিয়ে এমএসসি ডিগ্রী গ্রহণ করছে যারা লেখাপড়া শেষ করার পর গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ে শিক্ষক হিসেবে যোগদান করার কথা। গ্র্যাজুয়েট নার্সরা বাংলাদেশের খ্যাতনামা বিভিন্ন হাসপাতালে কর্মরত।
প্রতি বছর এই কলেজে ভর্তির জন্য গ্রামীণ ব্যাংক সদস্য পরিবারগুলোর সন্তানদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়। বাছাইকৃত ছাত্রীদের নার্সিং ডিগ্রী গ্রহণের সুবিধার্থে গ্রামীণ ব্যাংক থেকে সুদমুক্ত শিক্ষা ঋণ প্রদান করা হয়। এই ঋণ থেকে তাদের যাবতীয় সরঞ্জাম, পরিচ্ছদ ও থাকা-খাওয়ার খরচ নির্বাহ করা হয়। এক বছরের গ্রেস পিরিয়ডসহ দীর্ঘমেয়াদী কিস্তিতে ছাত্রীরা এই ঋণ পরিশোধ করে।
গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি, স্কটল্যান্ড ও বাংলাদেশের গ্রামীণ হেলথকেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে ২০১০ সালে প্রতিষ্ঠিত স্বাস্থ্য খাতে কর্মরত একটি সামাজিক ব্যবসা। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্তৃক প্রতিষ্ঠিত এই কলেজটি স্বাস্থ্য সেবা খাতে বিশ্ব মানের নার্সিং প্রশিক্ষণের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। ভাড়া করা ভবনে যাত্রা শুরু করলেও কলেজটি ২০২০ সালের মধ্যে তার নিজস্ব সুপরিসর ভবনে তার কর্মকান্ড স্থানান্তরের পরিকল্পনা করছে।
তাঁর বক্তব্যে প্রফেসর ইউনূস তরুণ নার্সদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমাদেরকে ডিগ্রী লাভ করতে দেখে আমি খুবই আনন্দিত। সবচেয়ে বেশী আনন্দিত তোমাদের অভিভাবকরা যাঁরা গ্রামীণ ব্যাংকের সদস্য। আশা করছি তোমরা আন্তরিকতা, দায়িত্ববোধ ও সহানুভূতির সাথে তোমাদের রোগীদের সেবা করে যাবে।” তিনি আরো আশা প্রকাশ করেন যে, গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং বিশ্বমানের দক্ষতাসম্পন্ন ও যতœশীল নার্স তৈরীর মাধ্যমে দেশের স্বাস্থ্য সেবা খাতে উত্তরোত্তর অবদান রেখে যাবে।
---