X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus Launches Social Business Initiative to Link Sports to Address Social Problems

Yunus Launches Social Business Initiative to Link Sports to Address Social Problems

Press Release (09 December, 2017)

From left Prince Albert of Monaco,  Joel Bouzou, President of the World Olympians Association and President of Peace and Sports Foundation,   Nobel laureate Professor Yunus, and Hans Reitz, co- founder of Grameen Creative Lab based in Germany, celebrating the signing of MOU at the 10th anniversary celebration of Sports and Peace in Monaco on December 7.

Football super star Didier Drogba flanked by Nobel laureate Professor Yunus and Joel Bouzou, president of International Olympian Association at the 10th anniversary celebration of Sports and Peace in Monaco on December 7.

An MOU was signed in Monaco between Yunus Centre, Grameen Creative Lab based in Germany and Sports and Peace foundation, an international organization based in Monaco, to help sports world to address social problems around the world through social business.

The agreement was signed by Nobel Laureate Professor Muhammad Yunus, Hans Reitz co-Founder of Grameen Creative Lab, based in Germany and Joel Bouzou, President of the World Olympians Association and President of Peace and Sports Foundation in the presence of HRH Prince Albert II of Monaco at the 10th anniversary of Peace and Sports International Forum in Monaco on December 7.

 

The agreement will create programs around the world for dialogue and communication with the sports world to encourage and facilitate to get them involved in social businesses to address social problems. The agreement will lead to creation of a global social business fund to support social business investments from sports organizations and sports personalities around the world.

At the gala of 10th Peace and Sports International Forum in Monaco on December 7 Prince Albert II spoke praising the new initiative with the involvement of Nobel laureate professor Yunus and recognizing the work of Professor Yunus in creating Grameen Bank and social business movement around the world.

Nobel Laureate Professor Yunus, who was the chief guest at the event, spoke about how sports and social business can contribute to a world of three zeroes – a world of zero poverty, zero unemployment and zero net carbon emissions.

International football superstar Didier Drogba, among several other sports super stars spoke at the event highlighting the role of sports persons and athletes contributing to solving social problems. There was a special ceremony to reward the best sport event, the best social organization, the best CSR activities and the best athlete. The event was attended by global sports and athletic super stars from around the world.

-------------------------------------------------------------

প্রেস রিলিজ

সমাজের সমস্যা সমাধানের লক্ষ্যে ক্রীড়া জগতকে যুক্ত করতে সামাজিক ব্যবসার উদ্যোগ নিলেন ইউনূস

সামাজিক ব্যবসার মাধ্যমে পৃথিবী ব্যাপী সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করতে ক্রীড়া বিশ্বকে সহযোগিতা করার লক্ষ্যে ইউনূস সেন্টার, জার্মানী-ভিত্তিক গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব এবং মোনাকো-ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন পিস এন্ড স্পোর্টস ফাউন্ডেশন-এর মধ্যে সম্প্রতি মোনাকোতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

৭ ডিসেম্বর মোনাকোয় অনুষ্ঠিত পিস এন্ড স্পোর্টস আন্তর্জাতিক ফোরামের ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে মোনাকোর মহামান্য প্রিন্স অ্যালবার্ট ২-এর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, জার্মানী-ভিত্তিক গ্রামীণ ক্রীয়েটিভ ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা হ্যান্স রাইটজ এবং বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশন ও পিস এন্ড স্পোর্টস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জোয়েল বুজু।

এই চুক্তি ক্রীড়া বিশ্বকে সমাজের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে সামাজিক ব্যবসার সাথে যুক্ত করতে এবং এজন্য সংলাপ ও যোগাযোগকে উৎসাহিত করতে বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচি চালু করবে। পৃথিবী জুড়ে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্রীড়া ব্যক্তিত্বদের দ্বারা সামাজিক ব্যবসা বিনিয়োগকে সহযোগিতা করতে একটি বৈশ্বিক সামাজিক ব্যবসা তহবিলও গড়ে তোলা হবে এই চুক্তির মাধ্যমে।

১০ম পিস এন্ড স্পোর্টস আন্তর্জাতিক ফোরাম উপলক্ষে ৭ ডিসেম্বর মোনাকোয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রদত্ত তাঁর বক্তব্যে মহামান্য প্রিন্স অ্যালবার্ট ২ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণে এই উদ্যোগটিকে বিশেষভাবে স্বাগত জানান এবং একই সাথে গ্রামীণ ব্যাংক ও বিশ্ব জুড়ে সামাজিক ব্যবসা আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে প্রফেসর ইউনূসের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে ক্রীড়া ও সামাজিক ব্যবসা কীভাবে একটি “তিন শূন্য”র পৃথিবী প্রতিষ্ঠায় Ñ অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নীট কার্বন নিঃস্বরণের লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারে তা ব্যাখ্যা করেন।

আন্তর্জাতিক ফুটবল সুপারস্টার ডিডিয়ের ড্রগবা ও আরো কয়েকজন বিশ্ব ক্রীড়া তারকা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ড্রগবাতাঁর বক্তব্যে ক্রীড়া ব্যক্তিত্ব ও অ্যাথলেটরা সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে কীভাবে ভূমিকা রাখতে পারেন তা তুলে ধরেন। একই সাথে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সেরা ক্রীড়া অনুষ্ঠান, সেরা সামাজিক সংগঠন, সেরা কর্পোরেট সামাজিক দায়িত্ব কর্মকান্ড এবং সেরা অ্যাথলেটকে পুরস্কৃত করা হয়। বিভিন্ন দেশ থেকে বিশ্বখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব ও অ্যাথলেটগণ এই অনুষ্ঠানে যোগ দেন।

ফটো ক্যাপশন ১: বাম থেকে - মোনাকোর প্রিন্স অ্যালবার্ট, বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং পিস এন্ড স্পোর্টস-এর প্রেসিডেন্ট জোয়েল বুজু,নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, এবং জার্মানী-ভিত্তিক গ্রামীণ ক্রীয়েটিভ ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা হ্যান্স রাইটজকে ৭ ডিসেম্বর মোনাকোতে ১০ম পিস এন্ড স্পোর্টস আন্তর্জাতিক ফোরামে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দেখা যাচ্ছে।

ফটো ক্যাপশন ২: ৭ ডিসেম্বর মোনাকোতে অনুষ্ঠিত পিস এন্ড স্পোর্টস আন্তর্জাতিক ফোরামের ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে ফুটবল সুপারস্টার ডিডিয়ের ড্রগবার দু’পাশে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনর প্রেসিডেন্ট জোয়েল বুজু।