X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Social Business Academia Conference (SBAC) 2017 Opens In Paris

Social Business Academia Conference (SBAC) 2017 Opens In Paris

Press Release (09 November 2017)

Academics to Deliberate on Applications of Social Business in Different Sectors of Societies

Participants of Social Business Academia conference 2017, Photo Credit: Nasir Ali Mamun/Yunus Centre

As part of the ongoing Global Social Business Summit (GSBS) 2017, two-day Social Business Academia Conference (SBAC) 2017 has started on 8 November in Paris which is being held at International University Campus Paris (Cité Internationale Universitaire de Paris). This is the fifth edition of SBAC. Last year, the fourth edition of the conference was held at HEC Paris.

After the welcome speech by Ms. Carine Camby from Cité Internationale Universitaire de Paris and introductory words by Ms Lamiya Morshed, Yunus Centre and Hans Reitz, Grameen Creative Lab, Nobel Laureate Professor Muhammad Yunus delivered the keynote speech.

This annual conference has attracted 135 academics from around 15 countries. There were 49 paper submissions this year, of which 38 were accepted for presentation. These included papers related to social business and education, technology, healthcare, disaster management, entrepreneurship, marketing and other issues.

There were also presentations at the conference by 10 of the 43 Yunus Social Business Centres in 29 countries established in universities around the world which are doing research, developing social business courses in classrooms as well as online, organizing competitions for social business projects, undertaking such projects on social business with a view to mainstreaming social business within university curricula and giving students the option to become involved in social business once they graduate.

A separate discussion was held on the inaugural day of SBAC on the newest book by Professor Muhammad Yunus “A World of Three Zeros” with Professor Yunus, Professor Andrea Grove, the Program Director at California Institute for Social Business of California State University Channel Islands, and Professor Rodolphe Durand , the Chaired Professor of Strategy at HEC-Paris and the academic Director of the Society and Organizations Center, France. The session was moderated by Professor Cam Donaldson, Yunus Chair in Social Business and Health, Glasgow Caledonian University of Scotland.

Accepted papers have been presented since yesterday and will continue today on the second day of SBAC. Papers are being presented under different tracks and some of those are Entrepreneurship and Social Business,  Social Business and SDGs, Social business and Health, Finance and social business, Social Business, health and technologies, Social Business, Marketing, Education and other issues. The closing session of SBAC will take place in the evening today.

Photo Caption 2:  Session on Professor Yunus' new book 'A World of Three Zeros'. As seen on the photo Professor Cam Donaldson, Professor Muhammad Yunus,  Professor Andrea Grove and Professor Rodolphe Durand (from left to right). Photo Credit: Nasir Ali Mamun/Yunus Centre

প্রেস রিলিজ

প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলন ২০১৭

শিক্ষাবিদরা সমাজের বিভিন্ন খাতে সামাজিক ব্যবসার প্রয়োগ নিয়ে বিচার-বিশ্লেষণ করছেন

বিশ্ব সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন ২০১৭ -এর অংশ হিসেবে ৮ নভেম্বর ২০১৭ থেকে প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপী সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলন ২০১৭। প্যারিস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সম্মেলনটি সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলনের ৫ম পর্ব। গত বছর এইচইসি-প্যারিস -এ ৪র্থ সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্যারিস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মিস ক্যারিন ক্যামবি সম্মেলনে যোগদানকারীদের স্বাগত জানানোর পর ইউনূস সেন্টারের মিস লামিয়া মোর্শেদ ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের মি. হ্যান্স রিট্জ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন। এরপর সম্মেলনের মূল ভাষণ প্রদান করেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।

পনেরটি দেশ থেকে মোট ১৩৫ জন শিক্ষাবিদ এ বছরের সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে মোট ৪৯টি গবেষণা নিবন্ধ জমা পড়ে যার মধ্যে ৩৮টি উপস্থাপনার জন্য গৃহীত হয়। সামাজিক ব্যবসা ও শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, ব্যবসায় উদ্যোগ, বিপণন ও আরো কিছু বিষয়ের উপর নিবন্ধগুলো জমা পড়ে।

এছাড়া পৃথিবীর ২৯টি দেশে প্রতিষ্ঠিত ৪৩টি ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রের মধ্যে ১০টি সম্মেলনে তাঁদের কর্মকান্ড উপস্থাপনা করে। এই ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রগুলো সামাজিক ব্যবসাকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের মূলধারায় নিয়ে আসতে এবং বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করার পর ছাত্রদেরকে সামাজিক ব্যবসার সাথে যুক্ত হবার সুযোগ করে দিতে সামাজিক ব্যবসার উপর গবেষণা পরিচালনা করছে, শ্রেণী কক্ষে ও অনলাইন-ভিত্তিক সামাজিক ব্যবসা কোর্স প্রণয়ন করছে, বিভিন্ন সামাজিক ব্যবসা প্রকল্পগুলোর জন্য প্রতিযোগিতার আয়োজন করছে ও সামাজিক ব্যবসার উপর বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে।

অ্যাকাডেমিয়া সম্মেলনের উদ্বোধনী দিনে প্রফেসর মুহাম্মদ ইউনূসের নতুন প্রকাশিত গ্রন্থ “A World of Three Zeros”  -এর উপর একটি পৃথক আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণ করেন প্রফেসর ইউনূস, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি চ্যানেল আইল্যান্ডস -এর ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট ফর সোশ্যাল বিজনেস -এর প্রোগ্রাম ডিরেক্টর প্রফেসর অ্যান্ড্রিয়া গ্রোভ, এবং এইচইসি-প্যারিসের চেয়ার প্রফেসর অব স্ট্র্যাটেজী ও  সোসাইটি এন্ড অর্গানাইজেশনস সেন্টার, ফ্রান্স-এর অ্যাকাডেমিক ডিরেক্টর প্রফেসর রোডল্ফ ডুরান্ড। সেশনটি সঞ্চালনা করেন স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের ইউনূস চেয়ার ইন সোশ্যাল বিজনেস এন্ড হেল্থ প্রফেসর ক্যাম ডোনাল্ডসন।

গৃহীত নিবন্ধগুলোর কিছু গতকাল উপস্থাপিত হয় এবং অবশিষ্টগুলো অ্যাকাডেমিয়া সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ আজ উপস্থাপিত হচ্ছে। আজ সন্ধায় সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।