X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Grameen America Celebrates its first decade

Grameen America Celebrates its first decade

Press Release (25 September, 2017)

A gala celebration of ten years of Grameen America “A Decade of Empowerment” was held at Metropolitan Museum of Art (The MET) in New York City on 23 September. Grameen America was set up in 2008 inspired by Nobel Laureate professor Muhammad Yunus  completes its tenth year in 2017. It provides micro-credit to underprivileged women who do not have access to credit for income generating activities, to build a livelihood for themselves. It reached 100,000 women in 12 cities in the United States with microloans, having provided nearly one billion dollars in loans to disadvantaged groups in cities in New York, Newark , San Jose, Austin, Omaha, Indianapolis, Charlotte, Los Angeles and Boston with repayment record of 99.6 percent loan recovery and  financial  sustainibility for all 20 branches.

During the ceremony, Professor Muhammad Yunus, was honored with a Lifetime Award for his commitment and support to Grameen America. Ray Dalio, Founder of Bridgewater Associated and Director Emeritus of Grameen America, his wife Barbara Dalio, Former Board member of the Bruce Museum in Connecticut, and their son Paul Dalio, Screen writer, Director and Composer, all received Founders’ Award at the event. Andrea Jung, CEO of Grameen America, also spoke at the event. Professor Yunus daughter, Monica Yunus who is a soprano with the New York Metropolitan Opera, performed at the event.The event was attended by important businesspeople and philanthropists of the city.

Grameen America announced its plan to disburse ten billion dollars to half a million borrowers through a total of 40 branches by 2028.

Earlier in the day at the MET, Professor Yunus was a speaker at the ‘Fast Forward Women’s Innovation Forum’ hosted by the cofounders of Seneca Women, Melanne Verveer and Kim Azzarelli. There was an onstage discussion between Professor Yunus and Chelsea Clinton on the role of women in accelerating development.  Seneca Women is a global women strategy firm built with the aim of advancing girls and women for a thriving world.

During his visit Professor Yunus spoke at “We the Future: Accelerating Sustainable Business Solutions,” an event jointly hosted by UN Foundation, Skoll Foundation and TED at the TED Theatre.Professor Yunus gave a keynote address on ‘Social Business and Disruptive Technologies to Achieve the Sustainable Development Goals’ at an event hosted by MakeSense, a France based youth organization for social change.

Professor Yunus is in the US for attending UN and other meetings  and releasing his new book  "A World of Three Zeroes". He will be travelling to several  cities to speak at events organised by local organisations  around  the release  of his  book starting in New York on 25 September and continuing on to Chicago,  Miami, Austin, Dallas,  San Francisco,  silicon valley, Seattle, and Washington DC.

-----

প্রেস রিলিজ

গ্রামীণ আমেরিকার প্রথম দশক পূর্তি উদ্যাপন

 

গ্রামীণ আমেরিকা তার প্রথম দশক  “ক্ষমতায়নের দশক” পূর্তি উৎযাপন করলো। নিউ ইয়র্ক শহরের “মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট”-এ ২৩ সেপ্টেম্বর ২০১৭ উদ্যাপিত হলো এই অনুষ্ঠান। দশ বছর পূর্বে ২০০৮ সালে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রেরণায় প্রতিষ্ঠিত হয় গ্রামীণ আমেরিকা। ঋণ সুবিধা থেকে বঞ্চিত দরিদ্র নারীদের ক্ষুদ্র ঋণের মাধ্যমে আয় সৃষ্টিকারী কাজে নিয়োজিত করে স্বাবলম্বী করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির সৃষ্টি। প্রতিষ্ঠার পর গত এক দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউআর্র্ক, সান জোসে, অস্টিন, ওমাহা, ইন্ডিয়ানাপোলিস, শার্লোট, লস এঞ্জেলেস ও বোস্টনসহ ১২টি নগরীতে ১ লক্ষেরও বেশী দরিদ্র নারীকে প্রায় ১০০ কোটি ডলার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে গ্রামীণ আমেরিকা। এসকল নগরীতে ২০টি শাখার মাধ্যমে পরিচালিত টেকসই এই ক্ষুদ্রঋণ কর্মসূচিটির আদায় হার ৯৯.৬%।

অনুষ্ঠানে প্রফেসর ইউনূসকে গ্রামীণ আমেরিকার প্রতি তাঁর দীর্ঘ সহায়তা ও প্রতিশ্রুতির জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয়। গ্রামীণ আমেরিকার পরিচালক ইমেরিটাস এবং ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটেড-এর প্রতিষ্ঠাতা রে’ ডালিয়ো, তাঁর স্ত্রী কানেকটিকাটের ব্রুস মিউজিয়ামের প্রাক্তন পরিচালক বারবারা ডালিয়ো, এবং তাঁদের পুত্র কাহিনীকার, পরিচালক ও সুরকার পল ডালিয়োকেও ফাউন্ডেশন থেকে সম্মাননা দেয়া হয়। গ্রামীণ আমেরিকার প্রধান নির্বাহী অ্যান্ড্রিয়া জাং অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রফেসর ইউনূসের কন্যা নিউ ইয়র্ক মেট্রোপলিটান অপেরার সোপ্রানো গায়িকা মনিকা ইউনূস অনুষ্ঠানে পারফর্ম করেন। নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রামীণ আমেরিকা ২০২৮ সালের মধ্যে মোট ৪০টি শাখার মাধ্যমে ৫ লক্ষ সুবিধাবঞ্চিত নারীর মধ্যে ১,০০০ কোটি ডলার ঋণ বিতরণের পরিকল্পনার কথা ঘোষণা করে।

ঐ দিনই এর আগে প্রফেসর ইউনূস মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এ “ফাস্ট ফরোয়ার্ড উইমেনস ইনোভেশন ফোরাম”-এ ভাষণ দেন। অনুষ্ঠানটির আয়োজক “সেনেকা উইমেন” এর প্রতিষ্ঠাতাদ্বয় মেলানী ভেরভিয়ের ও কিম আজারেল্লী। উন্নয়ন ত্বরান্বিত করতে নারীদের ভূমিকা নিয়ে অনুষ্ঠান মঞ্চেই প্রফেসর ইউনূস ও চেলসিয়া ক্লিনটনের মধ্যে একটি আকর্ষণীয় আলোচনা অনুষ্ঠিত হয়। “সেনেকা উইমেন” একটি নারীদের উন্নয়নে প্রতিষ্ঠিত একটি বিশ্বব্যাপী স্ট্রাটেজী ফার্ম যার লক্ষ্য একটি বর্ধিষ্ণু পৃথিবীতে মেয়ে শিশু ও নারীদের এগিয়ে নিয়ে যাওয়া।

তাঁর সফরে প্রফেসর ইউনূস টেড থিয়েটারে (TED Theatre) অনুষ্ঠিত এবং ইউএন ফাউন্ডেশন, স্কল ফাউন্ডেশন ও টেড কর্তৃক যৌথভাবে আয়েজিত অনুষ্ঠান “উই দ্য ফিউচার: অ্যাকসিলারেটিং সাসটেইনেবল বিজনেস সলিউশন্স”-এ বক্তব্য রাখেন।  এছাড়াও তিনি “সোশ্যাাল বিজনেস এন্ড ডিসরাপটিভ টেকনোলজিস টু অ্যাচিভ দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল্স” অনুষ্ঠানে মূল ভাষণ প্রদান করেন। সামাজিক পরিবর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ফ্রান্স-ভিত্তিক যুব সংগঠন “মেক-সেন্স” অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রফেসর ইউনূস জাতি সংঘের ও অন্যান্য বিভিন্ন বৈঠকে যোগদান এবং তাঁর নতুন গ্রন্থ “এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস” এর প্রকাশনা উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর নতুন গ্রন্থটির প্রকাশনা উপলক্ষে ২৫ সেপ্টেম্বর থেকে শিকাগো, মিয়ামী, অস্টিন, ডালাস, সান ফ্রান্সিসকো, সিলিকন ভ্যালি, সিয়াটল ও ওয়াশিংটন ডিসি-তে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দিতে প্রফেসর ইউনূস এই শহরগুলোতে ভ্রমণ করবেন।