Pre-Meeting for Social Business Academia Conference 2017 Held at Mirpur
Press Release, 30 July, 2017, Dhaka
International Academics Exchanged Ideas on Theoretical Aspects of Social Business
Participants at the Pre Meeting for Social Business Academia Conference 2017
Pre-meeting of Social Business Academia Conference (SBAC) to be held in Paris on November 8-9, 2017, was held today at Mirpur as a preparation meeting of Paris conference. International academics who came to Bangladesh to attend Social Business Day 2017 attended the meeting. About 120 faculty members from 30 universities around the world attended today’s meeting to discuss about the academic aspects of social business. This will be the fifth edition of the conference. Fourth edition of the conference was also held in Paris, France in 2016. About thirty nine peer reviewed papers on social business are expected to be presented at the conference in Paris.
With the opening speech by Nobel Laureate Professor Muhammad Yunus, Chair of the organizing committee of SBAC, the day’s program started at 10.30 AM in the morning. Professor Cam Donaldson, chairman scientific committee and Pro vice chancellor of Glasgow Caledonian University of Scotland updated the audience about SBAC. Professor Yunus congratulated the seven new Yunus Social Business Centres (YSBC) in seven universities located in China, India, Malaysia, Taiwan, Palestine, Mexico and Hong Kong; and welcomed them in the expanding network of YSBCs around the world in his opening speech. This brings the number of YSBCs to 42. This year this number will exceed 50. Ms Lamiya Morshed, Executive Director of Yunus Centre updated the participants about the latest developments regarding the YSBCs. Representatives of different YSBCs, who were present at the meeting, shared their respective developments.
There were four breakout sessions at the meeting to focus on topics like Social Business in the Academic Curriculum and Designing a Course on Social Business, moderated by Prof. Chien-wen Shen, National Central University, Taiwan, China, Emerging Research Issues and Present Research Agenda on Social Business in Various Universities, Moderated by Prof. Zhao Meng, Renmin University of China, Financing of Research on Social Business, moderated by Prof. Faiz Shah, Asian Institute of Technology (AIT), Thailand, PhD Scholarships for YSBCs, moderated by Dr. Ashir Ahmed, Kyushu University, Japan. Participants discussed the technical issues like developing curriculum for social business course, securing social business research fund, facilitating PhD scholarships. They also shared their respective views about attracting more quality research papers in each SBAC and how publication of these papers in professional journals can be ensured. Some of the discussants also presented their ideas to bring out dedicated social business journals. Academics and participants came from various countries including HEC Montréal, Canada, National Central University, Taiwan, Universiti Kebangsaan Malaysia, Kyushu University, Japan, Chandighar University, India, University of Mysore, India, Renmin University, China, Asian Institute of Technology, Thailand, Universiti Teknologi Petronas, Malaysia, University of New South Wales, Australia, University of Florence, Italy, EADA Business School, Spain, Universiti Utara Malaysia, Catholic University of Zimbabwe, Tufts University, USA, Chia Foundation, Cameroon.
The Social Business Academia Conference (SBAC) is held each year to review the theoretical and practical implications and potentials of the concept of social business. The purpose of the conference is to create a networking opportunity for academicians, researchers, practitioners, and development activists to discuss recent insights on Social Business. This conference seeks to understand the management and performance implications of the social business concept introduced by Professor Yunus. It also aims to explore new theoretical and empirical research in the areas of finance, marketing, human resources, information and communication technology, health, agriculture and management issues related to social businesses which will foster the future direction of the policies and practices of these businesses. Besides academic papers, the conference welcomes case studies, in-depth evaluations, and papers documenting innovative directions of social businesses from business executives, consultants, social activists, social business practitioners, ethicists, social scientists and others. Collectively academic and non-academic contributions will reflect on the challenges and opportunities that social businesses face as they try to solve the most complicated human problems inside one country, and across countries around the world.
The day’s pre-meeting ended with recommendations for SBAC at Paris in November to be held in the Cité University of Paris which was established to bring the young people of the world to study in one campus.
---------------
প্রেস রিলিজ
সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলনের প্রাক-বৈঠক অনুষ্ঠিত হলো মিরপুর, ঢাকায়
সামাজিক ব্যবসার বিভিন্ন তাত্ত্বিক দিক নিয়ে মত বিনিময় করলেন আন্তর্জাতিক অধ্যাপকবৃন্দ
আগামী ৮-৯ নভেম্বর ২০১৭ প্যারিসে অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলনের প্রাক-বৈঠক (অ্যাকাডেমিয়া সম্মেলনের প্রস্তুতিমূলক সভা) আজ মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হলো। সামাজিক ব্যবসা দিবস ২০১৭-এ যোগদান উপলক্ষে ঢাকায় আগত আন্তর্জাতিক শিক্ষাবিদগণ এই বৈঠকে অংশগ্রহণ করেন। পৃথিবীর বিভিন্ন দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০ জন শিক্ষক সামাজিক ব্যবসার বিভিন্ন তাত্ত্বিক দিক নিয়ে এই সভায় মত বিনিময় করলেন। প্যারিসের সম্মেলনটি হবে ৫ম সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলন। ৪র্থ সম্মেলনটি অনুষ্ঠিত হয় ২০১৬ সালে প্যারিসে। ৮-৯ নভেম্বর ২০১৭ প্যারিসে অনুষ্ঠেয় পরবর্তী অ্যাকাডেমিয়া সম্মেলনে প্রায় ৩৯টি বিশেষজ্ঞ-নিরীক্ষিত নিবন্ধ উপস্থাপিত হতে যাচ্ছে।
সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলনের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের উদ্বোধনী বক্তব্য দিয়ে আজকের সভাটি সকাল ১০.৩০টায় শুরু হয়। বৈজ্ঞানিক কমিটির চেয়ারম্যান ও স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ক্যাম ডোনাল্ডসন এরপর সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের অবহিত করেন। প্রফেসর ইউনূস তাঁর উদ্বোধনী বক্তব্যে চীন, ভারত, মালয়েশিয়া, তাইওয়ান, প্যালেস্টাইন, মেক্সিকো ও হংকংয়ের ৭টি বিশ্ববিদ্যালয়ের উপস্থিত প্রতিনিধিবৃন্দকে অভিনন্দন জানান যেখানে ৭টি নতুন ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি এই বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বজুড়ে প্রসারমান ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রের নেটওয়ার্কে স্বাগত জানান। এই নতুন ৭টি কেন্দ্র নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ৪২-এ, যা এ বছরেই ৫০ ছাড়িয়ে যাবে। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক জনাব লামিয়া মোর্শেদ ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রগুলোর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। সভায় উপস্থিত বিভিন্ন ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রের প্রতিনিধিরা এরপর তাঁদের স্ব-স্ব অগ্রগতি সম্বন্ধে বক্তব্য রাখেন।
সভায় মোট ৪টি ব্রেক-আউট সেশন অনুষ্ঠিত হয়। প্রথম ব্রেক-আউট সেশনটির বিষয়বস্তু ছিল অ্যাকাডেমিক কারিক্যুলামে সামাজিক ব্যবসা ও সামাজিক ব্যবসার উপর কোর্স প্রণয়ন। সেশনটি সঞ্চালনা করেন তাইওয়ানের ন্যাশনাল সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রফেসর চিয়েন-ওয়েন শেন। দ্বিতীয় ব্রেক-আউট সেশনটির বিষয়বস্তু ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসার উপর উদীয়মান বিভিন্ন গবেষণার ইস্যুসমূহ এবং বর্তমান গবেষণাগুলোর বিষয়বস্তু। এই সেশনটি সঞ্চালনা করেন চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঝাও মেং। তৃতীয় ব্রেক-আউট সেশনটির বিষয়বস্তু ছিল সামাজিক ব্যবসার উপর গবেষণা অর্থায়ন যা সঞ্চালনা করেন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর ফাইজ শাহ। ৪র্থ ব্রেক-আউট সেশনটির বিষয়বস্তু ছিল ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রগুলোর জন্য পিএইচডি পর্যায়ের বৃত্তি। সেশনটি সঞ্চালনা করেন জাপানের কিউশু ইউনিভার্সিটির ড. আশির আহমেদ। অংশগ্রহণকারীরা সামাজিক ব্যবসা কোর্সের জন্য কারিক্যুলাম তৈরী, সামাজিক ব্যবসা গবেষণার জন্য ফান্ড নিশ্চিতকরণ এবং পিএইচডি পর্যায়ের বৃত্তি সংস্থানের মতো টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এছাড়াও তাঁরা প্রতিটি সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলনে কীভাবে আরো মানসম্মত গবেষণা নিবন্ধ আকৃষ্ট করা যায় এবং বিভিন্ন পেশাদার জার্নালে এই নিবন্ধগুলো কীভাবে প্রকাশ করা যায় তা নিয়েও আলোচনা করেন। আলোচকদের কেউ কেউ সামাজিক ব্যবসার উপর আলাদা জার্নাল প্রকাশ বিষয়ে নিজেদের আইডিয়াগুলো উপস্থাপন করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা যে সকল প্রতিষ্ঠান থেকে এসেছেন সেগুলো হচ্ছে: এইচইসি মন্ট্রিয়েল, কানাডা; ন্যাশনাল সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাইওয়ান; ইউনিভার্সিটি কেবাংসান, মালয়েশিয়া; কিউশু ইউনিভার্সিটি, জাপান; চন্ডিগড় ইউনিভার্সিটি, ভারত; মহীশুর ইউনিভার্সিটি, ভারত; রেনমিন ইউনিভার্সিটি, চীন; এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড; ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস, মালয়েশিয়া; ইউনিভার্সিটি অব নিউ সাউদওয়েল্স, অষ্ট্রেলিয়া; ইউনিভার্সিটি অব ফ্লোরেন্স, ইতালী; ইএডিএ বিজনেস স্কুল, স্পেন; ইউনিভার্সিটি উতারা, মালয়েশিয়া; ক্যাথোলিক ইউনিভার্সিটি অব জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে; টাফ্ট ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র; চিয়া ফাউন্ডেশন, ক্যামেরুন।
সামাজিক ব্যবসার ধারণার বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক তাৎপর্য ও সম্ভাবনা পর্যালোচনা করার উদ্দেশ্যে প্রতি বছর সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এই সম্মেলনের একটি অন্যতম লক্ষ্য সামাজিক ব্যবসার উপর সর্বশেষ অন্তর্দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করতে শিক্ষাবিদ, গবেষক, সামাজিক ব্যবসায়ী ও উন্নয়ন কর্মীদের জন্য একটি নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরী করে দেয়া। এই সম্মেলনের আরেকটি লক্ষ্য প্রফেসর ইউনূস উদ্ভাবিত সামাজিক ব্যবসা তত্ত্বের ব্যবস্থাপনা ও প্রয়োগ সংক্রান্ত তাৎপর্য অনুধাবন। সামাজিক ব্যবসার সাথে জড়িত অর্থায়ন, বিপণন, মানব সম্পদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি ও ব্যবস্থাপনাগত বিষয়গুলোর ক্ষেত্রে নতুন নতুন তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণার দ্বার উন্মোচন করাও এই সম্মেলনের একটি লক্ষ্য যা এই ব্যবসাগুলোর নীতি ও চর্চার ক্ষেত্রে ভবিষ্যৎ দিক-নির্দেশনা প্রদান করবে। অ্যাকাডেমিক নিবন্ধ ছাড়াও এই সম্মেলন ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী, পরামর্শক, সমাজকর্মী, সামাজিক ব্যবসা পরিচালনাকারী, নীতিবিশারদ, সামাজিক বিজ্ঞানী ও অন্যান্যদের নিকট থেকে সামাজিক ব্যবসার উপর উদ্ভাবনামূলক দিক-নির্দেশনা প্রদানকারী বিভিন্ন কেস-স্টাডি, গভীর মূল্যায়ন ও গবেষণাপত্রকে স্বাগত জানিয়ে থাকে। সম্মিলিতভাবে, অ্যাকাডেমিক ও অ-অ্যাকাডেমিক লেখাগুলো সামাজিক ব্যবসার মাধ্যমে কোনো নির্দিষ্ট দেশের এবং সামগ্রিকভাবে সমগ্র বিশ্বের বিভিন্ন জটিল মানবীয় সমস্যাগুলো সমাধানের উপর মনোনিবেশ করে।
আজ অনুষ্ঠিত সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলনের প্রাক-বৈঠকটি শেষ হয় ৮-৯ নভেম্বর ২০১৭ প্যারিসে অনুষ্ঠেয় ৫ম সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া সম্মেলন সংক্রান্ত বিভিন্ন সুপারিশ নিয়ে। সম্মেলনটি অনুষ্ঠিত হবে সিটি ইউনিভার্সিটি অব প্যারিসে যা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হবার প্রাক্কালে। তার উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন দেশের তরুণদের একই ক্যাম্পাসে অধ্যয়নের জন্য সমবেত করা।
------------------