Yunus Addresses European Youth Festival Encouraging Youth to Imagine a World they Want
Press Release (12 June, 2017)
Addressed Top French CEOs at Versailles
Nobel Laureate Professor Muhammad Yunus and Paris Mayor Anne Hidalgo launched the Sport Social Business Lab on June 7th; 2017.The Sport Social Business Lab is the first incubator for retired sportsmen who have a startup project with a strong social and / or environmental impact. Professor Muhammad Yunus is the Chief Advisor of the incubator. Photo was taken in front of Yunus Centre Paris office at Les Canaux.
Nobel Laureate Professor Muhammad Yunus addressed the youths at ‘We Love Green’ festival attended by 27,000 young people on 10th June, 2017. He also participated a question answer session on the specially designed ‘Think Tank Stage’. Besides two large stages for music performance, We Love Green 2017 had a Think Tank Stage which was in the middle of the festival this year, where there were discussions held on the big changes being faced by our society. As its name suggests, the festival is powered with 100% renewable energy, and 100% of their waste is recycled and composted.
The youth engaged with Professor Yunus during the Q/A session at the festival which is co-organized also by the office of City Mayor of Paris. He called on the youth to take the challenge of building the world of their vision with their own hands. This festival puts the emphasis on music and eco-responsibility. It has become an unmissable springtime musical event in Europe. This year, the festival was held in the natural setting of the Bois de Vincennes, located on the eastern edge of Paris. It is the largest public park in the city, sprawling over 14 acres of natural wilderness . It was created between 1855 and 1866 by the Emperor Napoleon III.
During his visit to France, Mayor of Paris, Ms Anne Hidalgo organized a high profile meeting at the magnificent city hall. During the meeting, they reviewed the Olympic Bid of Paris and also about the preparation of Global Social Business Summit (GSBS) which is scheduled to be held in Paris on 6-7 November, 2017. Professor Yunus later attended the final selection event of a very special social business design competition where sportsmen and sportswomen designed social business to come up with solutions for the problems in the sports world. The social business incubator was launched at Les Canaux on June 5, 2017
Later he addressed about 75 top level CEOs of leading French companies in Versailles and presented the vision of three zeroes and how they can get involved, in an event organized by the Boston Consulting Group.
Professor Yunus also attended the final meeting of the joint venture initiative between Global Agribusiness giant, McCain of Canada and Yunus Social Business. The social business joint venture will be launched in Casablanca, Morocco in the presence of Professor Yunus on November 2, 2017.
Nobel Laureate Professor Muhammad Yunus and Paris Mayor Anne Hidalgo launched the Sport Social Business Lab on June 7th; 2017.The Sport Social Business Lab is the first incubator for retired sportsmen who have a startup project with a strong social and / or environmental impact. Professor Muhammad Yunus is the Chief Advisor of the incubator. Photo was taken in front of Yunus Centre Paris office at Les Canaux.
Nobel Laureate Professor Muhammad Yunus is interacting with a section of the youth gathered at European Youth Festival in Paris on June 10, 2017.
.. END ..
প্রেস রিলিজ
ইউরোপীয় যুব উৎসবে প্রফেসর ইউনূসের যোগদান, নিজেদের পছন্দের পৃথিবী কল্পনা করে নিতে তরুণদের আহ্বান
ভার্সাই-তে শীর্ষস্থানীয় ফরাসী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতা
১০ জুন ২০১৭ প্যারিসে অনুষ্ঠিত তরুণদের উৎসব “We Love Green” -এ বক্তৃতা দিলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। তরুণদের এই বিশ্ব উৎসবে ২৭,০০০ তরুণ যোগ দেন। উৎসবে বিশেষভাবে আয়োজিত “থিংক ট্যাংক স্টেজ”-এ তিনি শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। সংগীত পরিবেশনার জন্য প্রতিষ্ঠিত দু’টি বিশাল স্টেজ ছাড়াও উই লাভ গ্রীন ২০১৭ উৎসবের ঠিক মধ্যখানে এই থিংক ট্যাংক স্টেজের আয়োজন করা হয়। বর্তমান সমাজ যেসব বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন স্টেজে সেগুলো নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের নামকরণের সাথে মিল রেখে উৎসবের ১০০ শতাংশ বিদ্যুতের যোগান আগে নবায়নযোগ্য শক্তি থেকে এবং এর শতভাগ বর্জ্যই পুরোপুরি রিসাইকেল ও রিকম্পোস্ট করা হয়।
অনুষ্ঠানে প্রফেসর ইউনূস প্রশ্নোত্তরের মাধ্যমে তরুণদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এই উৎসবের অন্যতম আয়োজক প্যারিসের সিটি মেয়রের কার্যালয়। প্রফেসর ইউনূস তরুণদেরকে তাঁদের নিজেদের পৃথিবী নিজেদের কল্পনার মতো করে গড়ে তোলার চ্যালেঞ্জ নিতে আহ্বান জানান। উৎসবে সংগীত ও ইকো-দায়িত্বশীলতার উপর জোর দেয়া হয়। ইউরোপের অবশ্য-পালনীয় বসন্তকালীন সংগীত উৎসবে পরিণত হয়েছে এটি। এ বছর উৎসব অনুষ্ঠিত হয় প্যারিসের পূর্ব প্রান্তে অবস্থিত বোয়া দ্য ভিনসেন এর প্রাকৃতিক আবহে। চৌদ্দ একরের প্রাকৃতিক পরিবেশে বিস্তৃত এলাকাটি শহরের বৃহত্তম পবলিক পার্ক যা স¤্রাট তৃতীয় নেপোলিয়নের আমলে ১৮৫৫ থেকে ১৮৬৬ সালের মধ্যে গড়ে তোলা হয়।
প্রফেসর ইউনূসের ফ্রান্স সফরকালে প্যারিসের মেয়র অ্যান হিদালগো প্যারিসের নয়নাভিরাম সিটি হলে একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন করেন। এই সভায় তাঁরা অলিম্পিক গেম্স আয়োজনে প্যারিসের প্রার্থীতা বিষয়ক অগ্রগতি এবং ৬-৭ নভেম্বর ২০১৭ প্যারিসে অনুষ্ঠেয় গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট-এর প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এরপর প্রফেসর ইউনূস একটি বিশেষ সামাজিক ব্যবসা ডিজাইন প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্বে যোগ দেন যেখানে ক্রীড়া বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে নারী ও পুরুষ খেলোয়াড়রা বিভিন্ন সামাজিক ব্যবসা পরিকল্পনা উপস্থাপন করেন। উল্লেখ্য যে, ৫ জুন ২০১৭ ল্য ক্যানঅ-তে সামাজিক ব্যবসা ইনকিউবেটরটি চালু করা হয়।
এরপর প্রফেসর ইউনূস ভার্সাই-তে ফ্রান্সের শীর্ষস্থানীয় ৭৫টি কোম্পানীর নির্বাহী প্রধানদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। বোস্টন কনসাল্টিং গ্রুপ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর বক্তব্যে প্রফেসর ইউনূস তাঁর “তিন শূন্য”র ধারণা তুলে ধরেন এবং তা বাস্তবায়নে কোম্পানীগুলো কী ভূমিকা নিতে পারে তা ব্যাখ্যা করেন।
এছাড়াও প্রফেসর ইউনূস কানাডার বিশ্বখ্যাত এগ্রো-বিজনেস কোম্পানী ম্যাককেইন ও ইউনূস সোশ্যাল বিজনেস কর্তৃক মরক্কোতে প্রতিষ্ঠিত হতে যাওয়া যৌথ সামাজিক ব্যবসা উদ্যোগটির চূড়ান্ত পর্যায়ের সভায় অংশগ্রহণ করেন। প্রফেসর ইউনূসের উপস্থিতিতে নভেম্বর ২, ২০১৭ মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় এই সামাজিক ব্যবসা যৌথ উদ্যোগটি চালু হতে যাচ্ছে।