X

Type keywords like Social Business, Grameen Bank etc.

531st Social Business Design Lab Held

531st Social Business Design Lab Held

Press Release (27 March, 2017)

Social Business Course Launched at Daffodil University

Investments into six social businesses including six New Entrepreneur (NU) projects were announced on Monday at the 531st Social Business Design Lab. Entrepreneurs are seen with Nobel Laureate Professor Muhammad Yunus at the lab.Photo: Nurjahan Chakladar/Yunus Centre

The 531st Social Business Design Lab organized by Yunus Centre took place on 27th March 2017 at the Grameen Bank Auditorium with nearly 150 national and international participants from India, Nepal, Malaysia and France. The Design Lab was chaired by Nobel Laureate Professor Muhammad Yunus.

 

Six new Nobin Udyokta (or New Entrepreneur) business plans were presented at today's Lab. The business plans included a cycle repairing shop, a ready-made garments shop, a tailoring shop, a flower shop. Salman Pushpo Kutir project was presented by a seasoned florist Md. Humayun Kabir. With ten years of experience, Mr Kabir now wants to realize his dream to expand the business using his experience. Shuvo Saj Fashion Wear project was presented by Ms Sultana Razia, mother of one. Ms Razia, a divorcee, is a strong woman who wants to thrive as an independent entrepreneur through her shop. Md. Sayeed Hossain presented his Ma Babar Doa Repairing Workshop at the design lab. Though without formal training, Mr Hossain is a skilled technician with 12 years of experience. He now wants to utilize his experience through this repairing shop. Ruponti Boutique House project was presented Ms. Farhana Flora, mother of two. She has sought investment to scale up her clothing and nakshi kantha (quilt) business.  Baby Garments & Handicrafts  project was presented by Mr Shojol Pal, a skilled craftsman making handmade clay products ranging from jewellry to candleholders and so on. Equity investment from social business fund will enable him to supply his handicraft products to urban showrooms. Tushar Metal project was presented by Mr Tushar Ahmed who has metal crockery business. All six entrepreneurs are children coming from Grameen Bank families.

All business plans were presented and discussed in detail. Those were then presented in groups for further review. All projects were approved for funding by their groups. The projects are joint ventures with social business funds and their progress will be monitored on www.socialbusinesspedia.com.

Since the Labs began in January 2013, there are now more than 13,500 projects which have been presented in the last 530 Lab programs, of which 13318 projects have been approved for equity funding investments ranging from taka one lakh to five lakh for Nobin Udyokta projects from the social business funds.

During today's Design Lab Professor Yunus presented the certificates to the students of the short course on social business being conducted by Daffodil University through a ceremony at the Design Lab.

Professor Yunus thanked the participants and invited them to join next Social Business Design Lab which will take place on May 17, 2017.

Students of Daffodil University, awarded certificates after successfully completing social business course, are seen with Nobel Laureate Professor Muhammad Yunus at the 531st Social Business Design Lab. The 531st Social Business Design Lab organized by Yunus Centre took place today on 27th March 2017 at the Grameen Bank Auditorium. Photo: Nurjahan Chakladar/Yunus Centre

 END

 

প্রেস রিলিজ

৫৩১তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অনুষ্ঠিত

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কোর্স চালু

ইউনূস সেন্টার আয়োজিত ৫৩১তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অদ্য ২৭ মার্চ ২০১৭ গ্রামীণ ব্যাংক অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়। ভারত, নেপাল, মালয়েশিয়া ও ফ্রান্স সহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী এই ল্যাবে যোগ দেন। ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজকের ডিজাইন ল্যাবে ৬টি নতুন “নবীন উদ্যোক্তা” ব্যবসা পরিকল্পনা উপস্থাপিত হয়। উপস্থাপিত ব্যবসাগুলোর উদ্যোক্তাদের সকলেই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবারের সন্তান। ব্যবসা পরিকল্পনাগুলোর মধ্যে ছিল সাইকেল রিপেয়ার শপ, রেডিমেড গার্মেন্টসের দোকান, দর্জি দোকান ও ফুলের দোকান।

অভিজ্ঞ ফুল চাষী মোঃ হুমায়ুন কবির তাঁর ‘সালমান পুষ্প কুটির’ প্রকল্পটি ডিজাইন ল্যাবে উপস্থাপন করেন। এ ব্যবসায়ে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হুমায়ুন কবির তাঁর ব্যবসাটি আরো বড় করার স্বপ্ন পূরণ করতে চান। এক সন্তানের জননী মোছাঃ সুলতানা রাজিয়া উপস্থাপন করেন তাঁর ‘শুভ সাজ ফ্যাশন ওয়্যার’ প্রকল্পটি। তালাকপ্রাপ্তা কিন্তু দৃঢ়চেতা সুলতানা রাজিয়া তাঁর এই দোকানটিকে সম্বল করে একজন স্বাধীন উদ্যোক্তা হিসেবে অনেকদুর এগিয়ে যেতে চান। মোঃ সাইদ হোসেন ডিজাইন ল্যাবে উপস্থাপন করেন তাঁর ‘মা-বাবার দোয়া রিপেয়ারিং ওয়ার্কশপ’। রিপেয়ারিং কাজে কোন আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও একাজে ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন সাইদ একজন দক্ষ টেকনিসিয়ান, যিনি তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি বড় ব্যবসা গড়ে তুলতে চান। দুই সন্তানের জননী মোছাঃ ফারহানা ফ্লোরা উপস্থাপন করেন তাঁর ‘রূপন্তি বুটিক হাউজ’ প্রকল্প। দর্জি কাজে প্রশিক্ষিত ফারহানা তাঁর এই প্রকল্পের মধ্যেমে একজন সফল উদ্যোক্তায় পরিণত হতে চান। তিনি তাঁর কাপড় ও নকশী কাঁথার ব্যবসা বড় করতে পূঁজি চান। মিঃ সজল পাল উপস্থাপন করেন তাঁর ‘বেবী গার্মেন্টস এন্ড হ্যান্ডিক্রাফ্টস’ প্রকল্পটি। প্রায় ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কারিগর সজল বিভিন্ন  হস্তশিল্প পণ্য যেমন মাটির তৈরী অলংকার, মোমদানী ইত্যাদি তৈরী করে থাকেন। তিনি তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁর ব্যবসাটি বড় করতে চান। সামাজিক ব্যবসা তহবিল থেকে মূলধনী বিনিয়োগ পেলে তিনি শহরের শো-রুমগুলোতেও তাঁর পণ্য সরবরাহ করতে পারবেন। মোঃ তুষার আহমেদ উপস্থাপন করেন তাঁর ‘তুষার মেটাল’ প্রকল্পটি। বাইশ বছরের উচ্চকাংখী তুষার তাঁর পিতার নিকট থেকে ধাতব তৈজষপত্র তৈরীর বাস্তব প্রশিক্ষণ পেয়েছেন। সামাজিক ব্যবসা তহবিলের মূলধনী বিনিয়োগ নিয়ে তিনি তাঁর ব্যবসাটি অনেকদুর এগিয়ে নিতে চান। উদ্যোক্তারা সকলেই গ্রামীণ ব্যাংক পরিবারের সন্তান।

নবীন উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনাগুলো বিশদভাবে উপস্থাপন করা হয় এবং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর প্রকল্পগুলো অধিকতর পর্যালোচনার জন্য দলীয় পর্যায়ে উপস্থাপনা করা হয়। উপস্থাপিত প্রতিটি প্রকল্পই স্ব-স্ব দল কর্তৃক অর্থায়নের জন্য অনুমোদিত হয়। গ্রামীণের সামাজিক ব্যবসা তহবিলের সাথে যৌথ-মূলধনী ব্যবসা হিসেবে পরিচালিত এই সামাজিক ব্যবসা প্রকল্পগুলো www.socialbusinesspedia.com –এ মনিটর করা হবে।

জানুয়ারী ২০১৩-এ সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব শুরু হবার ৫৩০তম ল্যাব পর্যন্ত প্রায় ১৩,৫০০টি প্রকল্প উপস্থাপন করা হয় যার মধ্যে ১৩,৩১৮টি প্রকল্প মূলধনী বিনিয়োগের জন্য অনুমোদন লাভ করেছে। এসকল নবীন উদ্যোক্তা প্রকল্পে অনুমোদিত ইক্যুইটি ফান্ডের পরিমাণ প্রকল্প প্রতি ১.০ থেকে ৫.০ লক্ষ টাকা।

এছাড়া আজকের ডিজাইন ল্যাব চলাকালীন একটি বিশেষ অনুষ্ঠানে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় পরিচালিত সামাজিক ব্যবসা শর্ট কোর্সের ছাত্র-ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

প্রফেসর ইউনূস ডিজাইন ল্যাবে যোগদানের জন্য অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানান এবং ১৭ মে ২০১৭ তারিখে অনুষ্ঠেয় পরবর্তী সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে যোগদান করতে তাঁদের আমন্ত্রণ জানান।

ছবির ক্যাপশন-১: ২৭ মার্চ ২০১৭ গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৫৩১তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে ৬টি নবীন উদ্যোক্তা ব্যবসা পরিকল্পনা অনুমোদিত হয়। ডিজাইন ল্যাবে নবীন উদ্যোক্তাদেরকে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশন-২: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় পরিচালিত সামাজিক ব্যবসা শর্ট কোর্স সফলভাবে সমাপ্তকারী ছাত্র-ছাত্রীদেরকে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে ৫৩১তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে দেখা যাচ্ছে। ইউনূস সেন্টারের আয়োজনে ২৭ মার্চ ২০১৭ গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে ৫৩১তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়।

-------