X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus Honoured by PSG Handball Club of Paris for Supporting Athletes and Sports World with Social Business

Yunus Honoured by PSG Handball Club of Paris for Supporting Athletes and Sports World with Social Business

Press Release (13th March, 2017)

Thierry Omeyer, three times Olympic medal winner, the captain of the Paris Saint-Germain Handball Club with Nobel Laureate Professor Muhammad Yunus.

Nobel Laureate Professor Muhammad Yunus was invited by celebrated Paris Saint-Germain Handball Club (PSG Handball club) of Paris to watch the European Championship match against Kiel Club of Germany on March 12 as their honoured guest. PSG had been six times European Handball Champion.

Professor Yunus enjoyed the match which was easily won by PSG. Professor Yunus was invited by the club to meet the players at the end of the game to take pictures and was thanked for the support he is providing to the sports world. He was honoured by the club by adopting him as an honorary member of the Club and giving him the jersey of the club.  He is invited to watch all the games played by the club as the club’s honoured guest.

All the players greeted Yunus at the end of the game. Professor Yunus also congratulated them. They thanked Yunus for helping Paris to bring 2024 Olympic. On behalf of the club Olympic gold medalist Captain Thierry Omeyer gave the jersey of the club and adopted Yunus as a member of the club. They took a group photo with Yunus to make this moment as important moment of the club.

Professor Yunus also presided over a separate meeting held by Grameen Creative Lab (GCL) on the preparation for upcoming Global Social Business Summit to be held in Paris on November 6 and 7 this year. It was decided at the meeting that this year’s Summit will focus on introducing social orientation to the sports and athletic world. The summit will bring all these ideas to the Olympic of 2024 wherever it is held. If Paris is selected in September this year as the venue for the 2024 Olympic, Yunus Centre and GCL will work with Olympic organizing committee to give the best possible  social orientation to it to make it an unique Olympic experience.

During the global summit, a separate session will be held on the Olympic preparations. In addition it was decided that a big delegation of retired sportsmen and athletes will be brought who will start their life as entrepreneurs with support from a specially designed social business investment fund.  A delegation of sportsmen and athletes from Bangladesh will be brought by Yunus Centre to the summit in Paris to compete for receiving financing for their businesses.

Nobel Laureate Professor Muhammad Yunus later attended the board meeting of Grameen Credit Agricole Microfinance Foundation which was created nine years ago to promote microfinance all over the world. It is a joint venture between Credit Agricole, the largest commercial bank of France, and Grameen Trust of Bangladesh.

During the past nine years, the Foundation invested 37.05 million Euro in 50 microfinance organizations across 23 countries in four continents and in 15 Social Business Companies. Grameen Credit Agricole foundation will celebrate its Tenth anniversary next year. It was decided that Social Business fund which was created by the foundation to invest in social businesses, will focus its funding in Paris to build up Paris as social business city.

Nobel Laureate Professor Muhammad Yunus is seen among the players of Paris Saint-Germain Handball Club wearing the jersey of the Club all showing the logo of Paris Olympic 2024,  which is based on Eiffel Tower.

END

 

প্রেস রিলিজ

সামাজিক ব্যবসার মাধ্যমে ক্রীড়া বিশ্ব ও খেলোয়াড়দেরকে সহযোগিতা করার জন্য প্রফেসর ইউনূসকে সম্মাননা জানালো প্যারিস সেন্ট-জার্মান হ্যান্ডবল ক্লাব

 

প্যারিসের বিশ্বখ্যাত প্যারিস সেন্ট-জার্মান হ্যান্ডবল ক্লাব (পিএসজি  হ্যান্ডবল ক্লাব) নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ১২ মার্চ ২০১৭ অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ ম্যাচে জার্মানীর কিয়েল ক্লাবের বিরুদ্ধে তাদের খেলা দেখতে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। উল্লেখ্য যে, পিএসজি  হ্যান্ডবল ক্লাব ৬ বারের ইউরোপীয় হ্যান্ডবল চ্যাম্পিয়ন।

প্রফেসর ইউনূসের উপভোগ করা ম্যাচটিতে পিএসজি অনায়াসে জয়লাভ করে। খেলার শেষে খেলোয়াড়দের সাথে পরিচিত হতে ও তাদের সাথে ছবি তুলতে পিএসজি ক্লাবের পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয় এবং ক্রীড়া বিশ্বের প্রতি তাঁর সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তাঁকে ক্লাবের সম্মানসূচক সদস্যপদ প্রদান করে ও ক্লাবের জার্সি উপহার দিয়ে সম্মানিত করা হয়। পিএসজি ক্লাবের সম্মানিত অতিথি হিসেবে ক্লাবটির সকল খেলা দেখার জন্যও তাঁকে আমন্ত্রণ জানানো হয়।

খেলা শেষে খেলোয়াড়রা সকলে প্রফেসর ইউনূসকে অভিবাদন জানান। প্রফেসর ইউনূসও তাঁদের অভিনন্দন জানান। ২০২৪ সালের অলিম্পিক প্যারিসে অনুষ্ঠানের ব্যাপারে প্রফেসর ইউনূসের সহায়তার জন্য খেলোয়াড়রা তাঁকে ধন্যবাদ জানান। ক্লাবের পক্ষ থেকে অলিম্পিক স্বর্ণপদক জয়ী  ক্যাপ্টেন থিয়েরী ওমেয়ার প্রফেসর ইউনূসকে ক্লাবের জার্সি উপহার দেন এবং তাঁকে ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্তির ঘোষণা দেন। ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে প্রফেসর ইউনূসের সাথে তাঁরা গ্রুপ ছবিও তোলেন।

এছাড়াও প্রফেসর ইউনূস এ বছরের ৬-৭ নভেম্বর গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের আয়োজনে প্যারিসে অনুষ্ঠেয় বিশ্ব সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনের (Global Social Business Summit) একটি পৃথক প্রস্তুতিমূলক সভায় যোগ দেন। এই সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, এ বছরের শীর্ষ সম্মেলনে ক্রীড়া ও অ্যাথলেটিক বিশ্বের সামাজিক অভিমুখীনতার উপর বিশেষভাবে জোর দেয়া হবে। ২০২৪ অলিম্পিক যেখানেই অনুষ্ঠিত হোক না কেন, শীর্ষ সম্মেলনে এই উদ্দেশ্যে সকল ধরনের আইডিয়া উপস্থাপন করা হবে। এ বছরের সেপ্টেম্বরে যদি প্যারিসকে ২০২৪ অলিম্পিকের অনুষ্ঠানস্থল হিসেবে বাছাই করা হয় তাহলে ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব অলিম্পিক আয়োজক কমিটিকে সর্বোচ্চ সামাজিক অভিমুখীনতা দিতে ও উক্ত অলিম্পিককে একটি অনবদ্য অভিজ্ঞতায় পরিণত করতে আয়োজক কমিটিকে সাথে একসঙ্গে কাজ করবে।

এছাড়া বিশ্ব সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনে অলিম্পিক প্রস্তুতির উপর একটি পৃথক সেশন অনুষ্ঠিত হবে। এই সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, অবসরে যাওয়া ক্রীড়াবিদ ও অ্যাথলেটদের একটি বড় প্রতিনিধিদলকে সম্মেলনে নিয়ে আসা হবে যাঁরা একটি বিশেষভাবে সৃষ্ট বিনিয়োগ তহবিলের সহায়তায় উদ্যোক্তা হিসেবে তাঁদের জীবন শুরু করবেন। ইউনূস সেন্টার বাংলাদেশ থেকে ক্রীড়াবিদ ও অ্যাথলেটদের একটি প্রতিনিধিদলকে তাঁদের ব্যবসাগুলোর জন্য তহবিল সংগ্রহে প্রতিযোগিতা করতে প্যারিসের এই শীর্ষ সম্মেলনে নিয়ে যাবে।

প্রফেসর ইউনূস এরপর গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফাইনান্স ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সভায় অংশগ্রহণ করেন। বিশ্ব ব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচিকে সহায়তা দিতে ৯ বছর আগে এই প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়। এটি ফ্রান্সের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ক্রেডিট এগ্রিকোল ও বাংলাদেশের গ্রামীণ ট্রাস্টের একটি যৌথ উদ্যোগ।

গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফাইনান্স ফাউন্ডেশন গত ১০ বছরে ৪টি মহাদেশের ২৩টি দেশে ৫০টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও ১৫টি সামাজিক ব্যবসা কোম্পানীতে ৩৭.০৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। আগামী বছর ফাউন্ডেশনটি তার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করবে। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সামাজিক ব্যবসায়ে বিনিয়োগের উদ্দেশ্যে ফাউন্ডেশনটি যে সামাজিক ব্যবসা তহবিল সৃষ্টি করেছে তা প্যারিসকে সামাজিক ব্যবসা নগরী হিসেবে গড়ে তুলতে ব্যবহার করা হবে।

ছবির ক্যাপশন-১: তিন বারের অলিম্পিক পদক জয়ী এবং প্যারিস সেন্ট-জার্মান হ্যান্ডবল ক্লাবের ক্যাপ্টেন থিয়েরী ওমেয়ারকে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশন-২: নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে প্যারিস সেন্ট-জার্মান হ্যান্ডবল ক্লাবের প্যারিস অলিম্পিক ২০২৪-এর লোগো (আইফেল টাওয়ার ভিত্তিক) সম্বলিত জার্সি পরিহিত অবস্থায় ক্লাবের খেলোয়াড়দের সাথে দেখা যাচ্ছে।

------