Andhra Pradesh Assembly Speaker Calls on Yunus
Press Release (29 November, 2016)
Dr. Kodela Siva Prasada Rao, Speaker of Indian state of Andhra’s Legislative Assembly called on Nobel Laureate Professor Muhammad Yunus at Yunus Centre on November 29, 2016 to address the political leaders and the high level government officials on development issues and invited him for addressing the upcoming National Women’s Parliament (NWP) on February 10 -12, 2017 at Amaravati, Andhra Pradesh, India.
Dr. Kodela Siva Prasada Rao, Speaker of the Legislative Assembly of the Indian state of Andhra Pradesh called on Nobel Laureate Professor Muhammad Yunus at Yunus Centre today.
Dr. Rao visited Bangladesh especially to invite Professor Yunus to address the political leaders and the high level government officials on development issues as well as to address the upcoming National Women’s Parliament (NWP) on February 10 -12, 2017 which has as a theme ‘Empowering Women for Nation Building’.
The event is being hosted by Andhra Pradesh Legislative Assembly with support support Commonwealth Parliamentary Association (CPA) and Inter Parliamentary Union (IPU). All women members of Indian Parliament and Legislative Assembly of all states of India along with about 10,000 spirited girl students of higher education from all over India will participate in the event.The event will take place in Amravati, the newly created capital of Andhra Pradesh after the state has handed over the old capital of Hyderabad to the newly created state of Telangana.
It may be noted that Professor Yunus will be in Andhra University as the Chief Guest at the International Symposium on Social Business on January 5, 2017 organized by Andhra University. The university has already set up a Yunus Social Business Centre to offer courses on social business.
Photo Caption -2 : From left to right, Dr. Kodela Siva Prasada Rao, Speaker of Indian state of Andhra’s Legislative Assembly, Nobel Laureate Professor Muhammad Yunus and Mr Rahul V. Karad, Founder and Dean - MIT School of Government, Pune, who are the co-organizer of the upcoming National Women’s Parliament (NWP) on February 10 -12, 2017 at Amaravati, Andhra Pradesh, India.
Photo Caption - 3 : Dr. Kodela Siva Prasada Rao, Speaker of Indian state of Andhra’s Legislative Assembly called on Nobel Laureate Professor Muhammad Yunus at Yunus Centre on November 29, 2016.
------- End -------
প্রেস রিলিজ
অন্ধ্র প্রদেশের আইনসভার স্পীকার ও ড. ইউনূসের সাক্ষাৎ
ভারতের অন্ধ্র প্রদেশের আইনসভার স্পীকার ড. কোদেলা শিব প্রদাস রাও আজ ঢাকাস্থ ইউনূস সেন্টারে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।
অন্ধ্র প্রদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখা এবং ফেব্রুয়ারী ১০-১২, ২০১৭ অনুষ্ঠেয় জাতীয় নারী সংসদের (National Women’s Parliament) অধিবেশনে ভাষণ দেবার জন্য প্রফেসর ইউনূসকে বিশেষভাবে আমন্ত্রণ জানাতে ড. রাও-এর এই ঢাকা সফর। এই অধিবেশনের বিষয়বস্তু হচ্ছে “জাতি গঠনে নারীর ক্ষমতায়ন।”
কমনওয়েল্থ পার্লামেন্টারী অ্যাসোসিয়েশন ও ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের সহায়তায় অন্ধ্র প্রদেশের আইনসভা এই অনুষ্ঠানের আয়োজন করছে। ভারতীয় পার্লামেন্টের সকল মহিলা সাংসদ, ভারতের সকল রাজ্যের আইনসভার মহিলা সদস্যবৃন্দ এবং ভারতের বিভিন্ন এলাকার উচ্চ শিক্ষা গ্রহণরত ১০ হাজার উজ্জীবিত ছাত্রী এতে অংশগ্রহণ করবেন। নবগঠিত রাজ্য তেলেংগানায় অন্ধ্র প্রদেশের পুরোন রাজধানী হায়দেরাবাদ স্থানান্তরের পর অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, প্রফেসর ইউনূস ৫ জানুয়ারী ২০১৭ অন্ধ্র বিশ্ববিদ্যালয় কর্তৃক উক্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সামাজিক ব্যবসার উপর একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
ছবির ক্যাপশন-১ঃ ভারতের অন্ধ্র প্রদেশের আইনসভার স্পীকার ড. কোদেলা শিব প্রদাস রাও ২৯ নভেম্বর ২০১৬ ঢাকাস্থ ইউনূস সেন্টারে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে তাঁকে ১০-১২ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে রাজনৈতিক নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখা ও অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে অনুষ্ঠেয় জাতীয় নারী সংসদের (National Women’s Parliament) অধিবেশনে ভাষণ দিতে অনুরোধ করেন।
ছবির ক্যাপশন-২ঃ (বাম থেকে ডানে) ভারতের অন্ধ্র প্রদেশের আইনসভার স্পীকার ড. কোদেলা শিব প্রদাস রাও, নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, এবং ১০-১২ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে রাজনৈতিক নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখা ও অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে অনুষ্ঠেয় জাতীয় নারী সংসদের সহ-আয়োজক এবং পূনের এমআইটি স্কুল অব গভর্ণমেন্ট-এর ডীন ও প্রতিষ্ঠাতা জনাব রাহুল ভি, করদ।
ছবির ক্যাপশন-৩ঃ ভারতের অন্ধ্র প্রদেশের আইনসভার স্পীকার ড. কোদেলা শিব প্রদাস রাও ২৯ নভেম্বর ২০১৬ ঢাকাস্থ ইউনূস সেন্টারে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।