Sanitary Napkin and Drinking Water Social Businesses Launched at the 375th Social Business Design Lab
Press Release (21 October, 2016)
Investments into six social businesses including four New Entrepreneur(NU) projects were announced on Thursday at the 375th Social Business Design Lab. The New Entrepreneurs, children of Grameen Bank borrowers are seen in the photo with Nobel Laureate Professor Muhammad Yunus. Photo Credit: Nasir Ali Mamun /Yunus Centre
The 375th Social Business Design Lab organized by Yunus Centre took place on 20th October 2016 at the Grameen Bank Auditorium with nearly 160 participants from national and international organizations attending. The Design Lab was chaired by Nobel Laureate Professor Muhammad Yunus.
Two open social business projects also presented at the design lab today. Mr Ashraful Hasan, Managing Director of Grameen Fashion & Fabrics presented the project Grameen Sanitary Napkin : An Automatic Production Line. This project aims to address the menstrual hygiene issue in the country especially among the low income group with cost competitive sanitary napkin products. The company intends to scale up from its current manual production to an automatic production line which will produce 600,000 pieces per day compared to the current 3,000 pieces per day. At this rate the company would be able produce 150 million pieces per month that would address 15% of total market demand in the country.
Second open project was presented by Mr Biplob Chakma of ASHIKA Manabik Unnyan Kendra. The project, Shuvolong (Supply of Safe Drinking Water), is a joint venture between ASHIKA Manabik Unnyan Kendra and Grameen Telecom Trust(GTT). The project aims to address drinking water crisis in the hilly district of Rangamati. It is to be noted that this is the second social business joint venture between ASHIKA and GTT. The first one facilitates mushroom production involving indigenous women in the same region of the country.
There was also a guest project on social business, Vila Brasil, presented by Ms. Marina Lourenço of Brazil. Her project aims to educate local communities about social business and its impact though workshops. The project came through Yunus Centre at AIT Thailand where Ms Marina has been working as researcher.
Four new Nobin Udyokta business plans were presented at today's Lab. All Nobin Udyokta businesses, presented at the Design Lab are the children of Grameen Bank borrowers’ families. These four plans included Mayer Dua Peyara Khamar by Mim Sardar. The next plan was p resented by Mst. Kohinur Begum for her Surma Cloth and Tailors. Md. Khalid Hasan presented M/S Trust Poultry Farm project. The last one was presented by Md. Hashim for his Hashim Handicrafts.
Among the foreign participants were Managing Director and Chief of Administration of Grameen Credit Agricole, Mr Eric Campos and Mr Pascal Webanck were present at the design lab as special guests. Grameen Credit Agricole is a joint venture microcredit institution between Grameen and French Banking Giant Credit Agricole and currently active in around 30 countries. Grameen Credit Agricole also operates a social business fund. Guests were also present from Bolivia, Brazil, Zimbabwe, USA, and France.
All business plans were presented and discussed in detail. Those were then presented in groups for further review. All projects were approved for funding by their groups. The projects are joint ventures with Grameen social business fund and their progress will be monitored on www.socialbusinesspedia.com .
Since the Labs began in January 2013, over 8,865 projects have been presented in the last 375 Lab programs, of which 8,859 projects have been approved for equity funding investments ranging from taka one lakh to five lakh for Nobin Udyokta projects.
Professor Yunus thanked the participants for the innovative social businesses and noted that it was exciting that so many ideas were now business reality. Professor Yunus also invited participants to join next Social Business Design Lab which will take place on November 22, 2016.
Photo Caption Two: Investments into six social businesses including four New Entrepreneur(NU) projects were announced on Thursday at the 375th Social Business Design Lab. The New Entrepreneurs, children of Grameen Bank borrowers along with the Mr Ashraful Hasan, Managing Director of Grameen Fashion & Fabrics and Mr Biplob Chakma of ASHIKA Manabik Unnyan Kendra are seen in the photo with Nobel Laureate Professor Muhammad Yunus.
Photo Credit: Nasir Ali Mamun /Yunus Centre
Photo Caption Three: Participants of the 375th Social Business Design Lab are seen with the Nobel Laureate Professor Muhammad Yunus. The 375th Social Business Design Lab organized by Yunus Centre took place today on 20th October 2016 at the Grameen Bank Auditorium. Photo Credit: Nasir Ali Mamun /Yunus Centre
-------- End ------
প্রেস রিলিজ
৩৭৫ তম সামাজিক ব্যবসার ডিজাইন ল্যাবে স্যানিটারি নেপকিন ও পানীয় জলের উপর সামাজিক ব্যবসা উদ্ভোধন।
গতকাল ২০ অক্টোবর ২০১৬ গ্রামীণ ব্যাংক অডিটেরিয়ামে ইউনূস সেন্টার কর্তৃক আয়োজিত ৩৭৫ তম সামাজিক ব্যবসার ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় ১৬০ জন অংশগ্রহণকারী এই ল্যাবে অংশগ্রহণ করেন । নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন।
আজকের ডিজাইন ল্যাবে দু'টি উন্মুক্ত সামাজিক ব্যবসা প্রকল্প " স্যানিটারি নেপকিন - একটি অটোমেটিক প্রডাক্টশন লাইন" প্রকল্পটি উপস্থাপন করেন। এই প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে মহিলা বিশেষ করে অল্প আয়ের মহিলাদের প্রতিযোগীতা মূলক দামে স্যানিটারি নেপকিন সামগ্রী সরবরাহ করা যাবে যা মহিলাদের ঋতু সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় সাহায্য করবে ।এই প্রকল্পের মাধ্যমে কোম্পানীটি অটোমেটিক মেশিনের মাধ্যমে বর্তমান উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে দৈনিক ৩০০০ হাজার পিসের স্থলে ৬০০,০০০ পিস্ উৎপাদন করতে পারবে। এভাবে কোম্পানীটি মাসে ১.৫ কোটি নেপকিন উৎপাদন করতে পারবে যা দেশের মোট বাজার চাহিদার প্রায় ১৫%।
দ্বিতীয় উন্মুক্ত সামাজিক ব্যবসাটি উপস্থাপন করেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের জনাব বিপ্লব চাকমা । শুভলং (নিরাপদ পানীয় জল সরবরাহ ) নামের এই প্রকল্পটি আশিকা মানবিক উন্নয়ন ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের যৌথ প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য পাহাড়ি জেলা রাংগামাটিতে পানীয় জলের ঘাটতি পূরণ করা । লক্ষ্যনীয় যে, আশিকা ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের এইটি দ্বিতীয় প্রকল্প। প্রথম প্রকল্পটি হলো একই এলাকায় স্থানীয় উপজাতি মহিলাদের মাধ্যমে মাশরুম চাষ।
ডিজাইন ল্যাবে একটি গেষ্ট প্রজেক্টও উপস্থাপন করা হয় । ভিলা ব্রাজিল নামের প্রকল্পটি উপস্থাপন করেন মিস মারিনা লরেন্স । এই প্রকল্পের উদ্দেশ্য কর্মশালার মাধ্যমে স্হানীয় কমিউনিটিকে সামাজিক ব্যবসা ও তার উপকারিতা সম্পর্কে শিক্ষা দান করা । প্রকল্পটি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ইউনূস সেন্টারের । যেখানে মারিনা সামাজিক ব্যবসায় গবেষক হিসেবে কাজ করে।
আজকের ডিজাইন ল্যাবে নবীন উদ্যোক্তাদের চারটি ব্যবসা পরিকল্পনা উপস্থাপন করা হয় । ডিজাইন ল্যাবে উপস্থাপিত সব নবীন উদ্যোক্তারা হলেন গ্রামীণ ব্যাংকের সদস্যদের সন্তান। উপস্থাপিত ব্যবসা গুলোর একটি হচ্ছে মিম সরদারের " মায়ের দোয়া -পেয়ারা খামার "। উপস্থাপিত পরবর্তী ব্যবসাটি ছিল মোসামাৎ কোহিনূর বেগমের "সুরমা ক্লোথ এন্ড টেইলার্স" মোঃ খালিদ হাসান তার "মেসার্স ট্রাস্ট পোলট্রি ফার্ম" প্রকল্পটি উপস্থাপন করেন । সবশেষে উপস্থাপনটি ছিল মোঃ হাশিমের "হাশিম হ্যান্ডি ক্রাফটস্" উপর।
আজকের ডিজাইন ল্যাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল এর ব্যবস্হাপনা পরিচালক জনাব এরিক কেমপ্স এবং প্রশাসনিক প্রধান জনাব পেসকল্ উইবাংক। গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল গ্রামীণ এবং ফ্রান্সের বিখ্যাত ব্যাংক ক্রেডিট এগ্রিকোল একটি যৌথ ক্ষুদ্র ঋন সংস্থা যা বর্তমানে পৃথিবীর ৩০ টি দেশে কাজ করছে। গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল একটি সামাজিক ব্যবসার ফান্ডও পরিচালনা করে থাকে। বলিভিয়া, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স থেকেও অতিথিরা আজকের ডিজাইন ল্যাবে উপস্থিত ছিলেন।
উপস্থাপিত সবগুলো ব্যবসা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর ব্যবসাগুলো আরও পর্যালোচনার জন্য দলীয়ভাবে উপস্থাপন করা হয় । উপস্থাপিত সব গুলো প্রকল্প অর্থায়নের জন্য স্ব-স্ব দলের সমর্থন লাভ করে। প্রকল্প গুলো গ্রামীণ সামাজিক ব্যবসার তহবিলের যৌথ উদ্যোগ হিসেবে বিবেচিত এবং www.socialbusinesspedia.com এর মাধ্যমে মনিটরিং করা হয়।
জানুয়ারি ২০১৩ সালে ডিজাইন ল্যাব শুরু হওয়ার পর থেকে আজ ৩৭৫ তম ডিজাইন ল্যাব পর্যন্ত ৮৮৬৫ প্রকল্প উপস্থাপন করা হয়েছে। যার মধ্যে ৮৮৫৯ প্রকল্প মূলধনী বিনিয়োগের জন্য অনুমোদন লাভ করেছে। নবীন উদ্যোক্তা প্রকল্প গুলোতে মূলধনের বিনিয়োগের পরিমাণ প্রকল্প প্রতি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা।
প্রফেসর মুহাম্মদ ইউনূস ল্যাবে উপস্থিত অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন যে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে, এতো বিভিন্ন ধরণের ব্যবসায়িক আইডিয়া এখন বাস্তবে রূপ লাভ করেছে।
তিনি পরবর্তী সামাজিক ব্যবসার ডিজাইন ল্যাবে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ করেন। উল্লেখ্য যে আগামী মাসের ২২ তারিখে উক্ত সামাজিক ব্যবসার ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হবে।