X

Type keywords like Social Business, Grameen Bank etc.

"Whole Nation can be Proud of Abdullah" : Yunus

"Whole Nation can be Proud of Abdullah" : Yunus

Yunus Centre Press Release (09 August, 2016)

Nobel Laureate Professor Muhammad Yunus with Bangladeshi shooter Abdullahil baki. Professor Yunus was present at his event to cheer for him at the Rio Olympics.

Nobel Laureate Professor Yunus went to give support to Bangladeshi  athelet Abdullahil baki was competing in the qualifying round of the mens 10 metre air rifle shooting  at the Deodoro Olympic Shooting park. Abdullah's performance was top order during the first of 60 shots. He was in fourth position among all contestants. Bangladeshi supporters were excited about his prospect of making the finalists of eight contestants.     In the end  he could not enter the final  but his performance was ahead of many participants from leading countries in the game. The whole nation can feel proud of his performance.

Professor Yunus congratulated  Abdullah immediately  after the end of the qualifying round along with other Bangladeshi well-wishers at the Deodoro Olympic Shooting Park



Caption 1: Nobel Laureate Professor Muhammad Yunus with the members of Bangladesh Olympic Team.

----- End ----

প্রেস রিলিজ



“গোটা জাতি আবদুল্লাহ’র জন্য গর্ব করতে পারে”ঃ ইউনূস


নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিওডোরো অলিম্পিক শ্যুটিং পার্কে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ের কোয়ালিফাইং রাউন্ডের প্রতিযোগী বাংলাদেশের আবদুল্লাহিল বাকীকে উৎসাহ দিতে গিয়েছিলেন। ৬০ শটের শুরুর দিকে আবদুল্লাহ’র পারফরমেন্স ছিল সেরাদের মধ্যে। সকল প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ছিল ৪র্থ। বাংলাদেশী সমর্থকরা আশাবাদী ছিল যে আবদুল্লাহ সেরা আটে অর্থাৎ ফাইনাল রাউন্ডে পৌঁছাতে পারবে। শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডে যেতে না পারলেও আবদুল্লাহ শ্যুটিংয়ে নেতৃস্থানীয় অনেক দেশের প্রতিযোগীদের চেয়ে এগিয়ে ছিল। গোটা জাতি তার পারফরমেন্সের জন্য গর্ব করতে পারে।

প্রফেসর ইউনূস ও ডিওডোরো অলিম্পিক শ্যুটিং পার্কে উপস্থিত অন্যান্য বাংলাদেশী সমর্থকরা কোয়ালিফাইং রাউন্ড শেষ হবার পর পরই আবদুল্লাহ-কে অভিনন্দন জানান।

ছবির ক্যাপশন-১ঃ বাংলাদেশ অলিম্পিক টিমের সদস্যদের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ছবির ক্যাপশন-২ঃ বাংলাদেশী শ্যুটার আবদুল্লাহিল বাকীর সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। রিও অলিম্পিকে আবদুল্লাহ-র ইভেন্ট চলাকালীন তাকে উৎসাহ দিতে সেখানে উপস্থিত ছিলেন প্রফেসর ইউনূস।