X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus With Cricket Legend Sachin at Rio Olympics

Yunus With Cricket Legend Sachin at Rio Olympics

Yunus Centre Press Release

Professor Yunus met star cricketer  Sachin Tendulkar in Rio today. Prof Yunus urged him to get involved in youth and invited him to upcoming India social business forum. Prof Yunus also told the player that his 100th century was played just across the Grameen Bank office. Sachin talked about the great strides that Bangladesh team had made and especially praised the performance if Shakib Al Hasan. Tendulkar like Prof Yunus is also attending the Olympics at the invitation of the  IOC. Photo: Lamiya Morshed/Yunus Centre.

Rio, Aug 7, 2016

Nobel laureate Professor Yunus met cricket legend  Sachin Tendulkar in Rio. They were in the VIP box of the stadium watching opening ceremony of the Rio Olympics. They told each other how much they have been admiring each other over the years. During their conversation Professor Yunus mentioned to him that he reached his amazing record of 100th century at the stadium in Dhaka just across the Grameen Bank Building. Tendulkar fondly remembered the occasion. This is one of the highest points in his career.

Professor Yunus at one point wanted to know how he plans to spend his life after the conclusion of his glorious cricket career. He said he is trying to devote himself focusing on social work. Professor told him what a great social force he is. He inspires billions people in all age groups in all cricket-loving countries. Professor urged him to use his power to bring changes in lives of people at the bottom. His manager Narayan said he read Professor's book long time back and got very excited about the new frontier of using creative power to do things in ways which were never tried before.

Professor Yunus invited Tendulkar to participate in the Social Business Country Forum of India to be held in Mumbai on November 18-19 this year and Social Business Day in Dhaka on June 28-29, 2017, and visit social businesses created in Bangladesh over many years. Tendulkar expressed deep interest in social business events in India and and Bangladesh. He wishes to follow up on this discussion and expressed his desire to work with Professor Yunus to promote social business concept and actions in India.

On development of cricket in Bangladesh Tendulkar was upbeat on the fast strides that Bangladesh team had made. He especially praised the performance of Shakib Al Hasan. He made very positive comments on Bangladeshi players. He encouraged that they should continue to play with top international teams in order to continue their their impressive record.

Tendulkar is attending the Olympics at the invitation of the  IOC.

---------------  End ------------

প্রেস রিলিজ

রিও অলিম্পিকে ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের সাথে প্রফেসর ইউনূস

রিও, ৭ আগষ্ট ২০১৬

ব্রাজিলের রিও-তে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ও ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের মধ্যে সাক্ষাৎ হয়। দু’জনই এসময় স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখছিলেন। দু’জনেই তাঁরা বহু বছর ধরে একে অপরের কতটা গুণগ্রাহী তা নিয়ে কথা বলেন। আলাপকালে প্রফেসর ইউনূস শচীন টেন্ডুলকারকে বলেন যে, তিনি (টেন্ডুলকার) ঢাকার যে স্টেডিয়ামে তাঁর অনবদ্য শততম সেঞ্চুরীর রেকর্ডটি করেন সেটা গ্রামীণ ব্যাংক ভবনের একেবারেই কাছে। টেন্ডুলকার আনন্দের সাথে উপলক্ষটি স্মরণ করেন; তাঁর জীবনের শ্রেষ্ঠতম অর্জনগুলোর একটি সেটি।

আলাপের এক পর্যায়ে প্রফেসর ইউনূস জানতে চান, টেন্ডুলকার তাঁর গৌরবময় ক্রিকেট ক্যারিয়ারের শেষে কী করতে চান। টেন্ডুলকার বলেন যে, তিনি সামাজিক কাজে আত্মনিয়োগ করার চেষ্টা করবেন। ইউনূস বলেন যে, টেন্ডুলকার একটি প্রবল সামাজিক শক্তি। ক্রিকেট প্রিয় দেশগুলোতে সব বয়সী কোটি কোটি মানুষের কাছে টেন্ডুলকার একটি বিরাট প্রেরণা। প্রফেসর ইউনূস সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে টেন্ডুলকারকে তাঁর এই শক্তি ব্যবহার করতে বলেন। টেন্ডুলকারের ম্যানেজার নারায়ণ বলেন যে, তিনি বহু বছর আগে প্রফেসর ইউনূসের বই পড়েছিলেন এবং সৃষ্টিশীল শক্তিকে সম্পূর্ণ অপ্রচলিত কিন্তু সফল উপায়ে সমাজের কল্যাণে ব্যবহারের ঘটনায় অত্যন্ত উদ্দীপ্ত হয়েছিলেন।

প্রফেসর ইউনূস শচীন টেন্ডুলকারকে এবছরের ১৮-১৯ নভেম্বর মুম্বাইতে অনুষ্ঠেয় সোশ্যাল বিজনেস কান্ট্রি ফোরাম, ভারতের এবং ২০১৭ সালের ২৮-২৯ জুন ঢাকায় অনুষ্ঠেয় সোশ্যাল বিজনেস ডে’তে যোগদানের এবং একই সাথে বাংলাদেশে বহু বছর ধরে গড়ে তোলা বিভিন্ন সামাজিক ব্যবসা পরিদর্শনের আমন্ত্রণ জানান। টেন্ডুলকার ভারত ও বাংলাদেশে সামাজিক ব্যবসা অনুষ্ঠানগুলো সম্পর্কে গভীর আগ্রহ দেখান। তিনি সামাজিক ব্যবসা সম্পর্কে আরো বিস্তারিত জানার এবং ভারতে সামাজিক ব্যবসার তত্ত্ব ও চর্চার প্রসারে প্রফেসর ইউনূসের সাথে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শচীন টেন্ডুলকার বাংলাদেশের ক্রিকেট যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষভাবে সাকিব আল হাসানের ক্রিকেট নৈপুণ্যের প্রশংসা করেন। বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে তিনি খুবই ইতিবাচক মন্তব্য করেন এবং তাদের চমৎকার পারফরমেন্সকে আরো এগিয়ে নিতে তিনি তাদেরকে সেরা আন্তর্জাতিক টিমগুলোর সাথে আরো বেশী করে খেলতে উৎসাহিত করেন।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আমন্ত্রণক্রমে শচীন টেন্ডুলকার রিও অলিম্পিকে এসেছেন।

ক্যাপশন-১ঃ রিও অলিম্পিকে ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের সাথে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবিঃ লামিয়া মোর্শেদ/ইউনূস সেন্টার

----------------------- End -------------------------------