Condolence Message from Professor Muhammad Yunus on Death of Dr Mahabub Hossain
I am deeply shocked and sad to learn about the untimely death of Dr Mahabub Hossain who passed away earlier today. Dr Mahabub Hossain was a brilliant scholar. His contributions in the field of economics and agricultural research were ground breaking and far reaching. He was the first scholar to study Grameen Bank and produce a highly demanded research paper on the impact of Grameen Bank. His insights in that paper were tremendously valuable to Grameen Bank as it expanded and grew. Above all, his deep commitment to social justice, his empathy for marginalized people, and his humility made him stand out as an extraordinary human being. His death is an irreplaceable loss for the country, and the global community of agricultural researchers.
I pray to Allah to rest his soul in eternal peace. I wish to convey my deep sympathies and condolences to his family members, and pray that they find the strength at this most difficult time.
আজ সকালে ড. মাহবুব হোসেনের অকাল মৃত্যুর সংবাদে আমি অত্যন্ত দুঃখিত ও মর্মাহত হয়েছি। তিনি এক জন অসাধারণ পন্ডিত ব্যক্তি ছিলেন। অর্থনীতি ও কৃষি গবেষণায় তাঁর অবদান ছিল মৌলিক ও সুদূরপ্রসারী। গ্রামীণ ব্যাংক নিয়ে যাঁরা গবেষণা করেছিলেন এবং এই প্রতিষ্ঠানটির শুরুর দিন গুলোয় এর অবদান নিয়ে গবেষণা নিবন্ধ প্রকাশ করেছিলেন তাঁদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাঁর প্রখর অর্ন্তদৃষ্টি সম্পন্ন মূল্যবান গবেষণা পত্রটি গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সর্বোপরি, সামাজিক ন্যয়-বিচার প্রতিষ্ঠায় তাঁর গভীর প্রত্যয়, সমাজের প্রান্তিক অবস্থানের মানুষদের প্রতি তাঁর মমত্ববোধ এবং তাঁর অকৃত্রিম বিনয় ব্যক্তি হিসেবে তাঁকে অসাধার ণউচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল। তাঁর মৃত্যু শুধু দেশের জন্য নয়, বিশ্বের জন্য এবং কৃষি গবেষণা বিদদের জন্যও নিঃসন্দেহে একটি অপূরণীয় ক্ষতি।
আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তির জন্য আল্লাহ্-র নিকট প্রার্থনা করছি। তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং প্রার্থনা করছি তাঁরা যেন এই কঠিন যন্ত্রণা ক্লিষ্ট মূহুর্ত গুলোয় শক্তি অর্জন করতে পারেন।