
পর্তুগালের প্রেসিডেন্টের সাথে প্রফেসর ইউনূসের মতবিনিময় বৈঠক
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (১৮ মে, ২০২৩ )
পোর্টো, ১২ মে ২০২৩
পর্তুগালের প্রেসিডেন্ট মহামান্য মারসোলো রেবেলো ডি সুজা ও নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের মধ্যে সম্প্রতি এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ইউনূসের সাম্প্রতিক পর্তুগাল সফরকালে গত ১২ মে ২০২৩ পর্তুগালের পোর্টো নগরীতে অনুষ্ঠিত “সাসটেইন্যাবিলিটি এন্ড সোসাইটি ফোরাম”-এ তাঁদের মধ্যে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সাসটেইন্যাবিলিটি এন্ড সোসাইটি ফোরামে বিশ্ব নেতারা সকলের জন্য একটি টেকসই ও অন্তর্ভূক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করতে এবং অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলির সমাধানে সম্পদ সমাবেশ এবং এই উদ্দেশ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপযুক্ত নীতি-কাঠামো প্রণয়ন করার উদ্দেশ্যে সমবেত হন। পর্তুগিজ প্রেসিডেন্ট ফোরাম উদ্বোধন উপলক্ষ্যে পোর্টোতে আগমন করেন এবং অনুষ্ঠানে প্রফেসর ইউনূসের ভাষণ শ্রবণ করেন। তিনি প্রফেসর ইউনূসের সাথে একটি বিশেষ মতবিনিময় বৈঠক করতে আগ্রহ প্রকাশ করার প্রেক্ষিতে তাঁদের মধ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রফেসর ইউনূসের সাথে বৈঠকে পর্তুগিজ প্রেসিডেন্ট একটি দারিদ্রমুক্ত পৃথিবী নির্মাণ এবং দারিদ্র ও দারিদ্রের সাথে যুক্ত বিভিন্ন সমস্যার সমাধানে উপযুক্ত অর্থনৈতিক নীতি ও কর্মপন্থা গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করেন। প্রফেসর ইউনূস পৃথিবী থেকে দরিদ্র চিরতরে নির্মূল করতে প্রচলিত ধ্যান-ধারণা ও বিদ্যমান প্রতিষ্ঠানগুলিতে প্রয়োজনীয় পরিবর্তনের উপর জোর দেন। তিনি বলেন যে, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র দূর করা সম্ভব নয়। তিনি আরো বলেন যে, দারিদ্র দরিদ্র মানুষদের দ্বারা সৃষ্ট নয়; আমরা যে অর্থনেতিক কাঠামো তৈরী করেছি দারিদ্র তারই সৃষ্টি।
১২ মে ২০২৩ পোর্টোতে অনুষ্ঠিত সাসটেইন্যাবিলিটি এন্ড সোসাইটি ফোরামে প্রফেসর ইউনূস মূল বক্তা হিসেবে ভাষণ দেন। ফোরামের মূল বিষয়বস্তু “একটি টেকসই ইউরোপ নির্মাণে লক্ষ্য ও নীতিসমূহ”-এর উপর প্রফেসর ইউনূস ও পর্তুগিজ প্রেসিডেন্ট উভয়েই বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে প্রফেসর ইউনূস মানবীয় মূল্যবোধ-কেন্দ্রিক একটি নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এবং একটি তিন শূন্য’র পৃথিবী - অর্থাৎ একটি শূন্য বৈশ্বিক উষ্ণায়ন, দারিদ্র দূর করতে একটি শূন্য সম্পদ-কেন্দ্রীকরণ এবং প্রতিটি মানুষের ভেতরকার উদ্যোক্তা-শক্তি বিকশিত করার মাধ্যমে একটি শূন্য বেকারত্বের পৃথিবী গড়ে তুলতে তাঁর ‘তিন শূন্য’র তত্ত্ব বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বলেন যে, মুনাফা ও লোভের উপর ভিত্তি করে গড়ে তোলা আমাদের এই সভ্যতা একটি নিশ্চিত আত্মহননের পথে এগিয়ে চলেছে। সভ্যতার এই জাহাজ দ্রুত ডুবে যাচ্ছে। এই পৃথিবীতে মানব জাতি তার অস্তিত্ব রক্ষা করতে হলে তাকে দ্রুত এই “তিন শূন্য-ভিত্তিক” একটি নতুন সভ্যতার জাহাজ নির্মাণ করে তাতে উঠে পড়তে হবে। তিনি এই সাবধানবানী উচ্চারণ করেন যে, সময় দ্রুত ফুরিয়ে আসছে; টিকের থাকার এই পরিবর্তনের জন্য আমাদের সামনে বড়জোর কয়েকটি দশক সময় আছে, কয়েক’শো বছর নয়।
তাঁর পোর্টো সফরের সময় প্রফেসর ইউনূস “কাসা দ্য মুজিকা পোর্টো”র সহযোগিতায় একটি “সিং ফর হোপ পিয়ানো” সৃষ্টি উপলক্ষ্যে “সিং ফর হোপ” আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। উল্লেখ্য যে, সিং ফর হোপ অপেরা গায়িকা মনিকা ইউনূস ও ক্যামিলে জামোরা কর্তৃক সৃষ্ট একটি অলাভজনক প্রতিষ্ঠান। “সিং ফর হোপ পিয়ানোজ” প্রজেক্টটি নিউ ইয়র্ক শহরের অন্যতম বৃহত্তম পাবলিক আর্ট প্রজেক্ট যা এখন পৃথিবীর অন্যান্য নগরীগুলিতেও সম্প্রসারিত করা হচ্ছে। এই প্রজেক্টের অধীনে পিয়ানোবাদকরা চিত্রকরদের দ্বারা অনবদ্য রং করা পিয়ানোগুলি সংগীত পরিবেশনের উদ্দেশ্যে শহরের পার্ক ও অন্যান্য জনসমাগম এলাকাগুলিতে নিয়ে যান।
প্রফেসর ইউনূস তাঁর পর্তুগাল সফরকালে ক্যাটোলিকা লিসবন-এ অবস্থিত “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার”-এর পরিচালক প্রফেসর ফ্রেডেরিক ফেজাস এর সঙ্গে বৈঠক করেন। ক্যাটোলিকা লিসবন পর্তুগালের সবচেয়ে বিখ্যাত বিজনেস স্কুল যা গত বছর তার ক্যাম্পাসে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করে। বৈঠকে প্রফেসর ফ্রেডেরিক ফেজাস সেন্টারটির কর্মপরিকল্পনা ও সর্বশেষ কর্মকান্ড বিষয়ে প্রফেসর ইউনূসকে অবহিত করেন।
ছবির ক্যাপশন: পর্তুগালের পোর্টো নগরীতে অনুষ্ঠিত “সাসটেইন্যাবিলিটি এন্ড সোসাইটি ফোরাম”-এ পর্তুগালের প্রেসিডেন্ট মহামান্য মারসোলো রেবেলো ডি সুজা ও নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস করমর্দন করছেন।
সমাপ্ত
Related
Yunus Visits Euro 4 Billion Newly Constructed Paris 2024 Olympic Village Based on His Concept --- Signs a New Agreement for Milan Winter Olympic 2026

৪০০ কোটি ইউরো ব্যয়ে নবনির্মিত প্যারিস ২০২৪ অলিম্পিক ভিলেজ তৈরী হলো ইউনূসের দর্শনের ভিত্তিতে । স্বাক্ষর করলেন মিলান শীতকালীন অলিম্পিক ২০২৬-এর জন্য নতুন চুক্তিতে

YUNUS EXCHANGES HIS VIEWS WITH PORTUGUESE PRESIDENT

Yunus OPENS THE EAST AFRICAN SOCIAL BUSINESS FORUM in Nairobi

নাইরোবীতে পূর্ব আফ্রিকা সোশ্যাল বিজনেস ফোরাম উদ্বোধন করলেন প্রফেসর ইউনূস

Under-Secretary General of UN Discusses Zero Waste Programme of UN with Professor Yunus in Nairobi

বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়নে নিউ ইয়র্কের এডালফাই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রফেসর ইউনূসের সহযোগিতা চুক্তি স্বাক্ষর

Bangladeshi Young Automechanics Heading for Japan

বাংলাদেশ থেকে ট্রেনিংপ্রাপ্ত তরুণ অটোমেকানিকরা জাপান যাচ্ছে

"All Human beings are born as entrepreneurs, Job is a wrong Turn" says Yunus in Knowledge Festival Held in Autonomous Bodoland, Assam
