X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Yunus Joins Paris Initiatives : Press Conference of Yunus and Paris Mayor in Davos

Yunus Joins Paris Initiatives : Press Conference of Yunus and Paris Mayor in Davos

Press Release (21 January, 2017)

Paris Mayor Ms Anne Hidalgo and Nobel Laureate Professor Muhammad Yunus met in Davos to discuss and announce their partnership to bring social business to Paris.

Paris Mayor Ms Anne Hidalgo and Nobel Laureate Professor Muhammad Yunus addressed a joint press conference at the World Economic Forum in Davos, Switzerland to announce the agreement signed between the City of Paris and Yunus Centre to bring social business to the city of Paris to tackle pressing social problems of the city including youth unemployment.

 

Mayor Hidalgo has put the three zeroes defined by Professor Yunus - zero poverty, zero unemployment and zero net carbon - as the central themes of Paris's bid for the 2024 Summer Olympics. Professor Yunus and Mayor Hidalgo were joined by CEOs of leading French companies Hotel Accor, Suez, and JCDecaux who are also supporting Paris' bid for the the 2024 summer games.

During the press conference Mayor Hidalgo recommitted to social business as part of the Olympic bid but also the longer term strategy of Paris City.

Professor Yunus said the collaboration between the City of Paris and Yunus Centre is about long-term relationship with Paris to overcome the social problems through social businesses. If Paris is chosen for 2024 Olympic Yunus will participate fully in the Olympic preparations to give highest orientation to all aspects of construction designs and services for Olympic. Yunus social business, however, would continue regardless of the outcome of the city's bid.

This long term relationship will be built on social businesses in the city to tackle problems of the city including youth unemployment, problems of refugees, elderly people, and issues relating to retired athletes and how they can continue to contribute in an effective way to society.

In October 2016, Paris Mayor and Professor Yunus jointly inaugurated Les Canaux a historical building built in the 1800s and in the 19th arrondisement of Paris as a social business house as a hub to bring entrepreneurs to design social business for the city. Yunus Centre has been invited by the Mayor to set up its office in this building.

The City of Paris is also co hosting Global Social Business Summit (GSBS) 2017 with Yunus Centre and Grameen Creative Lab on November 6-7, 2017 in Paris, and has dedicated the town hall and other facilities in the city to be used for various sessions of the Summit.

-----

In Bangla

প্রেস রিলিজ

প্রফেসর ইউনূসের প্যারিস উদ্যোগ ঃ প্যারিস মেয়র ও ইউনূসের যৌথ সাংবাদিক সম্মেলন।

 

সুইজারল্যান্ডের দাভোসে অনু্িষ্ঠত বিশ্ব অর্থনৈতিক ফোরামে একটি যৌথ সংবাদ সম্মেলনে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও প্যারিসের মেয়র অ্যান হিদালগো যুব বেকারত্বসহ প্যারিসের বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলার উদ্দেশ্যে নগরীটিতে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠায় ইউনূস সেন্টার ও প্যারিস নগরীর মধ্যে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেন।

মেয়র হিদালগো ২০২৪ সালে অনুষ্ঠেয় গ্রীষ্মকালীন অলিম্পিক গেম্স আয়োজনে প্রফেসর ইউনূসের “তিন শূন্য”র লক্ষ্য -- অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নীট কার্বন নিঃস্বরণকে কেন্দ্রীয় ভূমিকায় রেখে প্যারিসের প্রার্থিতার ঘোষণা দেন। এ সময়ে প্রফেসর ইউনূস ও মেয়র হিদালগোর সঙ্গে ছিলেন প্যারিসের নেতৃস্থানীয় কোম্পানী হোটেল অ্যাকর, সুয়েজ ও জেসিডেকঅ-র প্রধান নির্বাহীগণ যাঁরা ২০২৪ অলিম্পিকে প্যারিসের প্রার্থীতার পক্ষে কাজ করছেন।

সংবাদ সম্মেলনে মেয়র হিদালগো সামাজিক ব্যবসাকে শুধু ২০২৪ অলিম্পিক আয়োজনে তাঁদের প্রার্থিতার অংশ হিসবে নয়, বরং প্যারিস নগরীর উন্নয়নে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবেও সামাজিক ব্যবসার প্রতি তাঁর নগরীর আস্থা পুনর্ব্যক্ত করেন।

প্রফেসর ইউনূস বলেন, ইউনূস সেন্টার ও প্যারিস নগরীর মধ্যকার সহযোগিতা চুক্তিটি সামাজিক ব্যবসার মাধ্যমে নগরীটির বিভিন্ন সামজিক সমস্যা দূরীকরণে একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিশ্রুতি। ২০২৪ অলিম্পিক আয়োজনের জন্য প্যারিসকে বাছাই করা হলে প্রফেসর ইউনূস এই অলিম্পিকের নির্মাণ নকশা ও সেবাসমূহের সকল বিষয়ে সর্বোচ্চ দিক-নির্দেশনা দিতে এই অলিম্পিক আয়োজনে পূর্ণ অংশগ্রহণ করবেন। তবে প্যারিসের প্রার্থিতার ফলাফল যাই হোক না কেন, ইউনূস সামাজিক ব্যবসা নগরীটিতে তার কার্যক্রম পুরোপুরি চালিয়ে যাবে।

ইউনূস সেন্টার ও প্যারিস নগরীর মধ্যকার এই দীর্ঘমেয়াদী সম্পর্ক সামাজিক ব্যবসার মাধ্যমে নগরীটির বিভিন্ন সমস্যা - যেমন যুব বেকারত্ব, রিফিউজি সমস্যা, বৃদ্ধদের সমস্যা এবং অবসরে যাওয়া খেলোয়াড়দের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় ও তারা কীভাবে আরো কার্যকর উপায়ে সমাজে অবদান রাখতে পারে - এ ধরনের সমস্যাগুলোর সমাধানের ভিত্তিতে গড়ে উঠবে।

অক্টোবর ২০১৬-তে প্যারিসের মেয়র অ্যান হিদালগো ও প্রফেসর ইউনূস ঊনবিংশ শতাব্দীতে নির্মিত প্যারিসের ১৯তম অ্যারন্ডিসমেন্টে অবস্থিত প্যারিসের ঐতিহাসিক ভবন “ল্য ক্যানঅ” সামাজিক ব্যবসা ভবন হিসেবে যৌথভাবে উদ্বোধন করেন যার উদ্দেশ্য নগরীটির জন্য বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টি করতে উদ্যোক্তাদের এখানে নিয়ে আসা এবং ভবনটিকে সামাজিক ব্যবসার একটি কেন্দ্রে পরিণত করা। মেয়র ইউনূস সেন্টারকে এই ভবনে তার অফিস স্থাপনের জন্যও আমন্ত্রণ জানান।

এছাড়াও প্যারিস নগরী ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের সাথে যৌথভাবে নভেম্বর ৬-৭, ২০১৭ প্যারিসে অনুষ্ঠেয় “গ্লোবাল স্যোশ্যাল বিজনেস সামিট ২০১৭”-এর অন্যতম আয়োজক। টাউন হলসহ প্যারিস নগরীর বিভিন্ন স্থাপনা এই সম্মেলনের বিভিন্ন সেশন অনুষ্ঠানের কাজে ব্যবহার করা হবে।

ছবির ক্যাপশনঃ প্যারিসের মেয়র অ্যান হিদালগো ও নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস দাভোসে সাক্ষাৎ করেন এবং প্যারিসে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার ঘোষণা দেন।