X

Type keywords like Social Business, Grameen Bank etc.

Dinner in Honour of Yunus by Mayor of Paris

Dinner in Honour of Yunus by Mayor of Paris

Yunus Centre Press Release (August 10, 2016)

With Paris Mayor Anne Hidalgo and three time Olympic gold medallist Tony Estanguet at a dinner hosted by the Mayor in honor of Professor Yunus on August 7, 2016

Mayor Anne Hidalgo hosted a dinner for Nobel laureate Professor Muhammad Yunus. The dinner took place at the magnificent Club de France, the French Olympic House during the Rio 2016 games. During the dinner she requested Professor Yunus to advise her on addressing the problem poverty in St Denis, the northern poor section of Paris city. She invited the top executives of  National Olympic Committee (NOC) to join in the dinner.

She requested them to put the support of the NOC to collaborate with Yunus to make his work successful. This work will also include helping the retired athletes to find dignified professions. She invited  Professor Yunus to visit Paris soon to discuss the details of the collaboration. Professor invited the Mayor to visit Bangladesh to attend Social Business Day in June, 2017 to get an orientation on the social businesses around the world.

The dinner was joined by the top executives of the National Olympic Committee including Mr Tony Estanguet, Co-President of the Paris 2024 Candidate Committee and three time Olympic gold medallist canoeist, Etienne Thobois, the CEO of the Committee for Candidate city of Paris for 2024, They were also joined by the President and Vice President of the French National Olympic Committees.

Mayor of Paris invited Professor Yunus to come to Paris as her guest to familiarize himself with the problems of St Denis, and hold meetings with all stakeholders to design a social business program  to transform St Denis.

Professor Yunus assured the Mayor that he would try to visit Paris soon. He also informed her that he would be in Paris on November 9-10 for the Global Social Business Academia Conference. He would plan to spend some additional days in St Denis.

Photo Caption 2: Guests at the dinner by Mayor of Paris in Honor of Professor Yunus on August 7 including from left to right Lamiya Morshed, Anne Hidalgo Mayor  Prof Yunus  Etienne Thobois, President of Candidate City Paris 2024, NIcolas Hazard CEO Comptoir D'Innovation Fund, Tony Estanguet (French triple gold medallist canoeist) Hans Reitz Christina Jaeger

---- End ---


প্রেস রিলিজ

ড. ইউনূসের সম্মানে প্যারিসের মেয়রের ডিনারের আয়োজন


প্যারিসের মেয়র অ্যান হিদালগো নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সম্মানে ডিনারের আয়োজন করেন। রিও ২০১৬ অলিম্পিক চলাকালে নয়নাভিরাম ফ্রেঞ্চ অলিম্পিক হাউজ ক্লাব দ্য ফ্রান্সে এই ডিনারের আয়োজন করা হয়। ভোজসভায় মেয়র উত্তর প্যারিসের দরিদ্র এলাকা সেন্ট ডেনিসের দারিদ্র সমস্যা কীভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে প্রফেসর ইউনূসের পরামর্শ চান। মেয়র জাতীয় অলিম্পিক কমিটির শীর্ষ কর্মকর্তাদেরও এই ভোজসভায় যোগ দিতে আমন্ত্রণ জানান।

মেয়র জাতীয় অলিম্পিক কমিটির কর্মকর্তাদের প্রফেসর ইউনূসের কাজকে সফল করতে কমিটির পক্ষ থেকে সহযোগিতা করতে অনুরোধ করেন। অবসর গ্রহণকারী খেলোয়াড়দেরকে সম্মানজনক পেশা গ্রহণে সহায়তা করাও এই কাজের অন্তর্ভূক্ত থাকবে। এই সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করতে মেয়র প্রফেসর ইউনূসকে প্যারিসে আসারও আমন্ত্রণ জানান। প্রফেসর ইউনূস মেয়রকে জুন ২০১৭ ঢাকায় অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা দিবসে অংশগ্রহণের আমন্ত্রণ জানান যাতে তিনি বিশ্বব্যাপী পরিচালিত সামাজিক ব্যবসা সম্পর্কে ধারণা পেতে পারেন।

জাতীয় অলিম্পিক কমিটির যে শীর্ষ কর্মকর্তারা এই ভোজসভায় যোগ দেন তাঁদের মধ্যে ছিলেন প্যারিস ২০২৪ ক্যান্ডিডেট কমিটির সহ-সভাপতি ও নৌকা চালনায় তিনবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী টনি এস্তাঁগে এবং প্যারিসে ২০২৪ সালে অলিম্পিক আয়োজনের উদ্দেশ্যে গঠিত ক্যান্ডিডেট কমিটির নির্বাহী প্রধান এতিয়েন থবোস। এঁদের সঙ্গে ডিনারে যোগ দেন ফেঞ্চ জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি ও সহ-সভাপতি।

প্যারিসের মেয়র প্রফেসর ইউনূসকে তাঁর অতিথি হিসেবে প্যারিসে আসার আমন্ত্রণ জানান যাতে প্রফেসর ইউনূস সেন্ট ডেনিসের সমস্যা নিজ চোখে দেখতে পারেন এবং সেন্ট ডেনিসের উন্নয়নে একটি সামাজিক ব্যবসা কর্মসূচি প্রণয়ন করতে সংশ্লিষ্ট সকলের সাথে বৈঠক করতে পারেন।

প্রফেসর ইউনূস মেয়রকে আশ্বস্ত করেন যে, তিনি অচিরেই প্যারিস সফর করতে চেষ্টা করবেন। তিনি মেয়রকে জানান যে, গ্লোবাল সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া কনফারেন্স উপলক্ষ্যে তিনি এবছরের ৯-১০ নভেম্বর প্যারিসে অবস্থান করবেন। সে সময়ে তিনি সেন্ট ডেনিসের জন্য কিছু বাড়তি সময় দেবার পরিকল্পনা করবেন।

ছবির ক্যাপশন -১ঃ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সম্মানে প্যারিসের মেয়র অ্যান হিদালগো আয়োজিত ডিনারে মেয়র এবং নৌকা চালনায় তিনবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী টনি এস্তাঁগের সাথে প্রফেসর ইউনূস।

---- End ---